দিরাইয়ে ১৪৪ ধারা জারি
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির বিবদমান দুই পক্ষ একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল শুক্রবার বিকেলে দিরাই উপজেলায় মাইকিং করে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়। শনিবার রাত ১০টা পর্যন্ত তা বলবৎ থাকবে। দিরাই উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরীর সমর্থিত গ্রুপ আজ শনিবার দিরাই পৌর শহরে একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করে।
বিএনপির আগামী ১১ অক্টোবরের সমাবেশ উপলক্ষে আছপিয়া অনুসারী শহীদ চৌধুরী গ্রুপ উপজেলা যুবদলের ব্যানারে জাকারিয়া ম্যানশনের সামনে যুব সমাবেশের আহ্বান করে। নাছির চৌধুরীর গ্রুপ উপজেলা বিএনপির ব্যানারে কেন্দ্রীয় নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকে প্রধান অতিথি করে একই স্থানে জনসমাবেশের প্রচারণা চালাতে থাকে। এ নিয়ে গত বুধবার দিরাই পৌর শহরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আজ শনিবারের সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপ পৌর শহরে পৃথক প্রচারণা চালায়। এরই পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে যাওয়ায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল বিকেলে ১৪৪ ধারা জারি করেন।
No comments