মেক্সিকোর বন্দরনগরী থেকে ৩২ লাশ উদ্ধার
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভেরাক্রুজের বিভিন্ন স্থান থেকে অন্ততপক্ষে ৩২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বিবিসি গতকাল শুক্রবার এ খবর জানায়।মাত্র দুই সপ্তাহ আগে শহরটির বাইরে মহাসড়কের পাশে ৩৫ জনের লাশ পাওয়া যায়। ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে 'জেটা কিলারস' নামের একটি গোষ্ঠী। দেশটির নৌবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভেরাক্রুজের পৃথক তিনটি বাড়ি থেকে ৩২ জনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ২০ জনকে একটি বাড়িতে পাওয়া যায়।
চলতি সপ্তাহের শুরুর দিকে 'জেটা কিলারস' গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৮ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
মেক্সিকোর বর্তমান সরকার ২০০৬ সালে ক্ষমতায় আসার পর মাদক চোরাচালানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর থেকে দেশটিতে প্রায়ই মাদক ব্যবসার সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার খবর শোনা যায়। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ শুধু মাদক সম্পর্কিত ঘটনার জেরেই নিহত হয়েছে। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আরো বেশিসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি।
মেক্সিকোর বর্তমান সরকার ২০০৬ সালে ক্ষমতায় আসার পর মাদক চোরাচালানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর থেকে দেশটিতে প্রায়ই মাদক ব্যবসার সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার খবর শোনা যায়। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ শুধু মাদক সম্পর্কিত ঘটনার জেরেই নিহত হয়েছে। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আরো বেশিসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সূত্র : বিবিসি।
No comments