সুযোগ পেলে বিশ্বকাপও জিততে পারে বার্সেলোনা!
সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি খেলেন বার্সেলোনায়। আছেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মাসচেরানোও। স্প্যানিশ জাতীয় দলের জাভি, ইনিয়েস্তা, ফ্যাব্রেগাস, ভিয়া, পিকে, পুয়লরা তো আছেনই। তাঁদের সঙ্গে ব্রাজিলিয়ান আলভেজ, আদ্রিয়ানো আর চিলির সানচেজ মিলিয়ে বার্সেলোনা দুর্দমনীয় একটা দল। ২০০৮-০৯ মৌসুমের ছয়টা শিরোপাই জিতেছিল তারা। জিতেছে গত বছরের লা লিগা আর চ্যাম্পিয়নস লিগ। এ বছরটাও শুরু করেছে ইউরোপিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জিতে।
ক্লাব ফুটবলের এই দলটা যদি কোনো জাতীয় দলের জার্সি পরে খেলত, তাহলে? বিশ্বকাপ জিতে যেত না তো? আর্জেন্টাইন কোচ আলেসান্দ্রো সাবেলার কিন্তু সন্দেহ নেই তাতে। জাতীয় দল হয়ে খেললেও বার্সেলোনা বিশ্বসেরা হতো বলেই বিশ্বাস তাঁর। স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন সে কথাই, 'ওদের কোনো জাতীয় দলের জার্সিতে নামিয়ে দিন, দেখবেন ওরা আবারও বিশ্বসেরা দল হয়ে যাবে।'
খুব একটা ভুল হয়তো বলেননি সাবেলা, কেননা ২০১০ বিশ্বকাপ জেতা স্প্যানিশ দলটির সেরা একাদশের অর্ধেকেরও বেশি ছিলেন বার্সেলোনার। তাদের সঙ্গে এবার আর্সেনাল থেকে যোগ দিয়েছেন স্পেন দলে ১০ নম্বর জার্সি পরে খেলা সেস্ক ফ্যাব্রেগাস। ফাইনালে তাঁর পাস থেকে করা গোলেই স্পেনকে বিশ্বকাপ এনে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। তাঁদের সঙ্গে মেসি, মাসচেরানো, আলভেজ, সানচেজদের নামিয়ে দিলে বার্সেলোনাকে হারাবে কে?
বার্সেলোনার সাফল্যের রূপকার নিঃসন্দেহে মেসি। জাতীয় দলের হয়ে সেভাবে আলো না ছড়ালেও কেবল বার্সেলোনায় উজ্জ্বল পারফরম্যান্সে টানা দুবারের ফিফা বর্ষসেরা হয়েছেন তিনি। এবারও সেরা ফুটবলারের মুকুটের অন্যতম দাবিদার মেসি। আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে সাবেলা নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন তাই মেসিকে। নতুন অধিনায়কের নেতৃত্বে ভারতে ভেনিজুয়েলা আর বাংলাদেশে তারা হারিয়েছে নাইজেরিয়াকে। লাতিন অঞ্চলের বাছাইপর্ব শুরুর আগে মেসিকে প্রশংসা-বৃষ্টিতে ভিজিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ, 'ফুটবল দক্ষতার কারণেই ও আমাদের অধিনায়ক। ও কোনো ম্যাচে খারাপ খেলে না আর সব সতীর্থই শ্রদ্ধা করে মেসিকে। গত কয়েক বছরে অনেক পরিণত হয়েছে ও। আমার বিশ্বাস আর্জেন্টিনার নেতৃত্ব আরো পরিণত হতে সাহায্য করবে মেসিকে।'
মেসি মাঠের নায়ক হলে মাঠের বাইরের রূপকার আবার পেপ গার্দিওলা। একসময় খেলতেন বার্সেলোনাতেই। কাতালানদের খেলার ছন্দটা তাই তাঁর চেয়ে ভালো জানে কে? এ জন্য ২০০৮ সালে বার্সেলোনায় ডাচ কোচ ফ্রাংক রাইকার্ড অধ্যায় শেষ হওয়ার পর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এরপর কাতালানদের সাফল্যের শিখরে নিয়ে গেছেন তিনিই, তাও আবার রোনালিদনহো, অঁরি, এতোর মতো তারকাদের বাদ দিয়ে! কোচ হিসেবে জিতেছেন তিনটি লা লিগা আর দুটি চ্যাম্পিয়নস লিগ। তার পরও অবশ্য বার্সেলোনার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে রাজি নন গার্দিওলা। চুক্তির মেয়াদ গত বছর শেষ হওয়ায় অনেকে অনুমান করেছিলেন, বার্সা অধ্যায়টা হয়তো শেষ হলো তাঁর। সেটা হয়নি। এক বছরের জন্য বাড়িয়েছেন চুক্তির মেয়াদ। তাহলে কি এই মৌসুম শেষে আর দেখা যাবে না তাঁকে? আর যদি থাকতেই চান তাহলে লম্বা মেয়াদের চুক্তি করছেন না কেন? রহস্যটা উন্মোচন করলেন গার্দিওলা নিজেই, 'প্রতিদিনই যখন ভাবি চলে যেতে হবে, তখন আরো ভালো কাজ করার প্রেরণা পাই ভেতর থেকে। চুক্তিটা লম্বা হলে এই অনুরাগটা নাও থাকতে পারে। আসলে পুরো ব্যাপারটাই ভালো কাজ করার উৎসাহের জন্য।' ওয়েবসাইট
খুব একটা ভুল হয়তো বলেননি সাবেলা, কেননা ২০১০ বিশ্বকাপ জেতা স্প্যানিশ দলটির সেরা একাদশের অর্ধেকেরও বেশি ছিলেন বার্সেলোনার। তাদের সঙ্গে এবার আর্সেনাল থেকে যোগ দিয়েছেন স্পেন দলে ১০ নম্বর জার্সি পরে খেলা সেস্ক ফ্যাব্রেগাস। ফাইনালে তাঁর পাস থেকে করা গোলেই স্পেনকে বিশ্বকাপ এনে দেন আন্দ্রেস ইনিয়েস্তা। তাঁদের সঙ্গে মেসি, মাসচেরানো, আলভেজ, সানচেজদের নামিয়ে দিলে বার্সেলোনাকে হারাবে কে?
বার্সেলোনার সাফল্যের রূপকার নিঃসন্দেহে মেসি। জাতীয় দলের হয়ে সেভাবে আলো না ছড়ালেও কেবল বার্সেলোনায় উজ্জ্বল পারফরম্যান্সে টানা দুবারের ফিফা বর্ষসেরা হয়েছেন তিনি। এবারও সেরা ফুটবলারের মুকুটের অন্যতম দাবিদার মেসি। আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে সাবেলা নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন তাই মেসিকে। নতুন অধিনায়কের নেতৃত্বে ভারতে ভেনিজুয়েলা আর বাংলাদেশে তারা হারিয়েছে নাইজেরিয়াকে। লাতিন অঞ্চলের বাছাইপর্ব শুরুর আগে মেসিকে প্রশংসা-বৃষ্টিতে ভিজিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ, 'ফুটবল দক্ষতার কারণেই ও আমাদের অধিনায়ক। ও কোনো ম্যাচে খারাপ খেলে না আর সব সতীর্থই শ্রদ্ধা করে মেসিকে। গত কয়েক বছরে অনেক পরিণত হয়েছে ও। আমার বিশ্বাস আর্জেন্টিনার নেতৃত্ব আরো পরিণত হতে সাহায্য করবে মেসিকে।'
মেসি মাঠের নায়ক হলে মাঠের বাইরের রূপকার আবার পেপ গার্দিওলা। একসময় খেলতেন বার্সেলোনাতেই। কাতালানদের খেলার ছন্দটা তাই তাঁর চেয়ে ভালো জানে কে? এ জন্য ২০০৮ সালে বার্সেলোনায় ডাচ কোচ ফ্রাংক রাইকার্ড অধ্যায় শেষ হওয়ার পর দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এরপর কাতালানদের সাফল্যের শিখরে নিয়ে গেছেন তিনিই, তাও আবার রোনালিদনহো, অঁরি, এতোর মতো তারকাদের বাদ দিয়ে! কোচ হিসেবে জিতেছেন তিনটি লা লিগা আর দুটি চ্যাম্পিয়নস লিগ। তার পরও অবশ্য বার্সেলোনার সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তি করতে রাজি নন গার্দিওলা। চুক্তির মেয়াদ গত বছর শেষ হওয়ায় অনেকে অনুমান করেছিলেন, বার্সা অধ্যায়টা হয়তো শেষ হলো তাঁর। সেটা হয়নি। এক বছরের জন্য বাড়িয়েছেন চুক্তির মেয়াদ। তাহলে কি এই মৌসুম শেষে আর দেখা যাবে না তাঁকে? আর যদি থাকতেই চান তাহলে লম্বা মেয়াদের চুক্তি করছেন না কেন? রহস্যটা উন্মোচন করলেন গার্দিওলা নিজেই, 'প্রতিদিনই যখন ভাবি চলে যেতে হবে, তখন আরো ভালো কাজ করার প্রেরণা পাই ভেতর থেকে। চুক্তিটা লম্বা হলে এই অনুরাগটা নাও থাকতে পারে। আসলে পুরো ব্যাপারটাই ভালো কাজ করার উৎসাহের জন্য।' ওয়েবসাইট
No comments