শচীনকে তসলিমা নাসরিনের উপদেশ
ভারতের আধ্যাত্মিক নেতা সাঁই বাবার রোগমুক্তি কামনা করে নিজের ৩৮তম জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছিলেন ‘ভক্ত’ শচীন টেন্ডুলকার। সেই সাঁই বাবা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ঠিক শচীনের জন্মদিনেই। তবে গতকাল রোববার বাবার মৃত্যুর দিনেই তাঁকে ‘ভণ্ড’ আখ্যায়িত করে এমন একজন লোকের জন্য প্রার্থনা না করতে শচীনকে উপদেশ দিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন।
‘তার মৃত্যু নিয়ে কেন কেউ মন খারাপ করবে? তাঁর বয়স হয়েছিল ৮৬। এমন বয়সী একজনকে মরতে দেওয়াই উচিত। শচীন তাঁর জন্য প্রার্থনা করছে দেখে আমি হতাশ হয়েছি। আমার মনে হয়, গোপনে তাঁর জন্য আঙুলের ফাঁক দিয়ে একটু ছাইও কেউ ফেলবে না’—শচীনের উদ্দেশে তসলিমা টুইটারে এসব কথা লিখেছেন বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
সাঁই বাবাকে ‘ভণ্ড-প্রতারক’ আখ্যায়িত করে তসলিমা বলেন, ‘আরেকটি বাবা তৈরি হচ্ছে। একজন গেছে, কিন্তু আরও হাজার হাজার আসবে। ভক্তি ব্যবসাটা সত্যিই লাভজনক!’
‘তার মৃত্যু নিয়ে কেন কেউ মন খারাপ করবে? তাঁর বয়স হয়েছিল ৮৬। এমন বয়সী একজনকে মরতে দেওয়াই উচিত। শচীন তাঁর জন্য প্রার্থনা করছে দেখে আমি হতাশ হয়েছি। আমার মনে হয়, গোপনে তাঁর জন্য আঙুলের ফাঁক দিয়ে একটু ছাইও কেউ ফেলবে না’—শচীনের উদ্দেশে তসলিমা টুইটারে এসব কথা লিখেছেন বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।
সাঁই বাবাকে ‘ভণ্ড-প্রতারক’ আখ্যায়িত করে তসলিমা বলেন, ‘আরেকটি বাবা তৈরি হচ্ছে। একজন গেছে, কিন্তু আরও হাজার হাজার আসবে। ভক্তি ব্যবসাটা সত্যিই লাভজনক!’
No comments