ভোটাধিকারের দাবিতে সৌদি আরবে নারীদের বিক্ষোভ
ভোটাধিকারের দাবিতে সৌদি আরবে একদল নারী গত শনিবার নজিরবিহীন বিক্ষোভ করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তাঁরা ভোটার নিবন্ধন কার্যালয়ে সমবেত হন। বিক্ষোভকারীদের একজন গতকাল রোববার সাংবাদিকদের এ তথ্য জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নায়লা আত্তার নামে একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা আমাদের বক্তব্য সবাইকে শোনাতে চাই।’
সূত্র জানায়, আসন্ন স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করতে জেদ্দার একটি ভোটার নিবন্ধন কার্যালয়ে যান ওই নারীরা। বিক্ষোভকারীরা সেখানে থাকা কর্মকর্তাদের বলেন, তাঁরা জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকতে চান।
নায়লা বলেন, সেপ্টেম্বরে পৌর কাউন্সিলের নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাঁদের দেওয়া আবেদনপত্র ‘ভদ্রতার সঙ্গে’ প্রত্যাখ্যান করে দিয়েছেন ভোটার নিবন্ধনকেন্দ্রের প্রধান। নিবন্ধনকেন্দ্রের প্রধান তাঁদের এ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, নারীদের ভোটাধিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
সৌদি আরবে নারীরা এখনো গাড়ি চালাতে পারেন না। এ ছাড়া পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারী একাকি ভ্রমণ করতে পারেন না।
বিক্ষোভে অংশ নেওয়া নায়লা আত্তার নামে একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা আমাদের বক্তব্য সবাইকে শোনাতে চাই।’
সূত্র জানায়, আসন্ন স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করতে জেদ্দার একটি ভোটার নিবন্ধন কার্যালয়ে যান ওই নারীরা। বিক্ষোভকারীরা সেখানে থাকা কর্মকর্তাদের বলেন, তাঁরা জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকতে চান।
নায়লা বলেন, সেপ্টেম্বরে পৌর কাউন্সিলের নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাঁদের দেওয়া আবেদনপত্র ‘ভদ্রতার সঙ্গে’ প্রত্যাখ্যান করে দিয়েছেন ভোটার নিবন্ধনকেন্দ্রের প্রধান। নিবন্ধনকেন্দ্রের প্রধান তাঁদের এ কথাও স্মরণ করিয়ে দিয়েছেন, নারীদের ভোটাধিকারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
সৌদি আরবে নারীরা এখনো গাড়ি চালাতে পারেন না। এ ছাড়া পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া কোনো নারী একাকি ভ্রমণ করতে পারেন না।
No comments