জাতিসংঘ প্রতিবেদনের বিরুদ্ধে বিক্ষোভের আহ্বান রাজাপক্ষের

শ্রীলঙ্কায় তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের সময় সংঘটিত যুদ্ধাপরাধের তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে দেশবাসীকে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।
গতকাল রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, গত শনিবার নিজের দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাজাপক্ষে বলেছেন, ‘এ বছরের মে দিবসের সমাবেশকে আমাদের শক্তি প্রদর্শনের সমাবেশে রূপান্তর করতে হবে। এর মাধ্যমে যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক আহ্বানের জবাব দিতে হবে।’

No comments

Powered by Blogger.