ইসরায়েলে হামলার প্রশ্নে ফিলিস্তিনিদের সমর্থন কমে গেছে
ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর আত্মঘাতী বোমা হামলা এবং দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট হামলার প্রতি ফিলিস্তিনিদের সমর্থন ২০০৯ সালের তুলনায় কমে গেছে। গতকাল রোববার প্রকাশিত জরিপের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
জেরুজালেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেন্টার পরিচালিত জরিপে দেখা যায়, ইসরায়েলের ওপর যেকোনো ধরনের সামরিক অভিযানের প্রতি ফিলিস্তিনিদের সমর্থন অনেক কমে গেছে। ২০০৯ সালের জানুয়ারিতে এই সমর্থন ছিল ৫৩ দশমিক ৩ শতাংশ, যা এ বছরের এপ্রিলে কমে দাঁড়ায় ৩৭ দশমিক ১ শতাংশে। গাজা থেকে ইসরাইলে রকেট হামলার প্রতিও তাঁদের সমর্থন ২৫ দশমিক ৪ শতাংশ কমে গেছে।
সেন্টারের পক্ষ থেকে বলা হয়, জরিপে পশ্চিম তীর ও গাজা উপত্যকার এক হাজার ১৯৮ ব্যক্তি তাঁদের মত প্রকাশ করেছেন।
জেরুজালেম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেন্টার পরিচালিত জরিপে দেখা যায়, ইসরায়েলের ওপর যেকোনো ধরনের সামরিক অভিযানের প্রতি ফিলিস্তিনিদের সমর্থন অনেক কমে গেছে। ২০০৯ সালের জানুয়ারিতে এই সমর্থন ছিল ৫৩ দশমিক ৩ শতাংশ, যা এ বছরের এপ্রিলে কমে দাঁড়ায় ৩৭ দশমিক ১ শতাংশে। গাজা থেকে ইসরাইলে রকেট হামলার প্রতিও তাঁদের সমর্থন ২৫ দশমিক ৪ শতাংশ কমে গেছে।
সেন্টারের পক্ষ থেকে বলা হয়, জরিপে পশ্চিম তীর ও গাজা উপত্যকার এক হাজার ১৯৮ ব্যক্তি তাঁদের মত প্রকাশ করেছেন।
No comments