অরুণিমার পাশে যুবরাজ

ট্রেনে ভ্রমণের সময় পড়েছিলেন ডাকাতের পাল্লায়। বাধা দিতেই ঝামেলা। অরুণিমা সিনহাকে ট্রেন থেকে ছুড়ে ফেলল ডাকাত দল। ভারতের জাতীয় পর্যায়ের ফুটবল ও ভলিবল খেলোয়াড় দুর্ঘটনায় হারালেন তাঁর একটি পা। এই অরুণিমার পাশে দাঁড়িয়েছেন যুবরাজ সিং। হাসপাতালে চিকিৎসাধীন খেলোয়াড়কে দিয়েছেন এক লাখ রুপি।
সিআইএসএফ পরীক্ষা দিতে গত সোমবার রাতে পদ্মাভাত এক্সপ্রেসে দিল্লি যাচ্ছিলেন অরুণিমা। ট্রেনের কামরাতেই তিন ডাকাত তাঁর সোনার হার কেড়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ডাকাতেরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পাশের লাইনের ওপর। আরেকটি ট্রেন তাঁর বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। পা ছাড়াও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন অরুণিমা। রেলওয়ে এরই মধ্যে তাঁকে একটি চাকরির প্রস্তাব দিয়েছে। ক্রীড়ামন্ত্রী অজয় মাকান তাৎক্ষণিকভাবে ২৫ হাজার রুপি দেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য ২ লাখ রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার ‘যুবরাজ সিং ফাউন্ডেশন’ থেকে ১ লাখ রুপি দিলেন যুবরাজ। সদ্যসমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার ফাউন্ডেশনটি গঠন করেছিলেন ২০০৯ আইপিএলের সময়। প্রাথমিকভাবে সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের পাশে থাকার কথা থাকলেও জানানো হয়েছে প্রয়োজনে অন্য খেলার ক্রীড়াবিদদেরও সাহায্য করা হবে।

No comments

Powered by Blogger.