যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাগবোর রাজনৈতিক দল

আইভরি কোস্টের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লরা বাগবোর রাজনৈতিক দল আইভরিয়ান পপুলার ফ্রন্ট (এফপিআই) দেশটিতে সশস্ত্র লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছে। গত শনিবার এফপিআইয়ের নেতা প্যাসকাল আফি এনগুয়েসান এক বিবৃতিতে এ আহ্বান জানান।
আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারার প্রধান কার্যালয় আবিদজানের গলফ হোটেলে আশ্রয় নেওয়া আফি এনগুয়েসান বলেন, ‘অনেক জায়গায় আমাদের যোদ্ধারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।’ এ লড়াই শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, শান্তির জন্য আমরা যুদ্ধ বন্ধ করে দিই। আইভরি কোস্টের স্থিতিশীলতা ও পুনর্গঠনের স্বার্থেই আমাদের এটা করা দরকার।’ তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে এফপিআই আজ বিপর্যস্ত। অবশ্য নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি দলের পক্ষ থেকে সহানুভূতি জানান তিনি। এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলসাইদ দিয়েদে তাঁর পাশেই ছিলেন।
আফি এনগুয়েসানসহ সাবেক বাগবো সরকারের কয়েকজন সদস্য ওয়াতারার গলফ হোটেলে আশ্রয় নিয়েছেন। ওয়াতারার অনুগত বাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা তাঁদের নিরাপত্তা দিচ্ছে।
গত সপ্তাহে আলাসেন ওয়াতারার অনুগত বাহিনীর হাতে বাগবো আটক হন। পরে শনিবার দেশটির প্রধান শহর আবিদজানের বাইরে ওয়াতারা ও বাগবোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাগবোর অনুগত যোদ্ধারা আবিদজানের পার্শ্ববর্তী ইয়োপুউগন শহরে আশ্রয় খুঁজছে। আর ওয়াতারার অনুগত যোদ্ধারা তাদের নিরস্ত্র করার চেষ্টা চালাচ্ছে।
শনিবার ওয়াতারা সরকারের হাতে আটক ৭০ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া ব্যক্তিরা মূলত বাগবোর পরিবারের সদস্য ও বাসভবনের কর্মকর্তা। বাগবোর বাসভবনে ওয়াতারা বাহিনীর অভিযানের সময় তাঁদের আটক করা হয়।

No comments

Powered by Blogger.