ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক হলে ভাবব দায়িত্ব ভালোভাবে পালন করেছি: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ক্ষমতা ছাড়ার আগে তাঁর দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হলে তিনি তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করতে পেরেছেন বলে মনে করবেন। স্থানীয় গণমাধ্যম মনমোহনের উদ্ধৃতি দিয়ে গতকাল রোববার এ কথা জানায়।
কাজাখস্তান থেকে ভারতে ফেরার পথে বিমানে বসে মনমোহন সিং সাংবাদিকদের বলেন, ‘দুটি দেশের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত, ভারত ও পাকিস্তানের মধ্যে সে ধরনের সম্পর্ক গড়ে তুলতে সফল হলে আমি আমার কাজ ভালোভাবে করতে পেরেছি বলে মনে করব।’
ভারত ও পাকিস্তান তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দেশ দুটির সম্পর্কে অবনতি ঘটে। ওই হামলায় ১৬৬ জনের প্রাণহানি ঘটে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে।
গত মাসে মনমোহন সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। গিলানিও আমন্ত্রণ রক্ষা করেন। এ সময় দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ ঘটনাকে ‘ক্রিকেটীয় কূটনীতি’ বলে আখ্যায়িত করা হয়।
কাজাখস্তান থেকে ভারতে ফেরার পথে বিমানে বসে মনমোহন সিং সাংবাদিকদের বলেন, ‘দুটি দেশের মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত, ভারত ও পাকিস্তানের মধ্যে সে ধরনের সম্পর্ক গড়ে তুলতে সফল হলে আমি আমার কাজ ভালোভাবে করতে পেরেছি বলে মনে করব।’
ভারত ও পাকিস্তান তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর দেশ দুটির সম্পর্কে অবনতি ঘটে। ওই হামলায় ১৬৬ জনের প্রাণহানি ঘটে। ভারত ওই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে।
গত মাসে মনমোহন সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। গিলানিও আমন্ত্রণ রক্ষা করেন। এ সময় দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ ঘটনাকে ‘ক্রিকেটীয় কূটনীতি’ বলে আখ্যায়িত করা হয়।
No comments