যুক্তরাষ্ট্রে ঝড়ে ৪৫ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ছয়টি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে গত তিন দিনে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। নিহত লোকজনের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়ে উত্তর ক্যারোলিনায় ১১ জন মারা গেছে। সেখানে ঝড় আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ওই অঙ্গরাজ্যের গভর্নর।
ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে আলাবামা ও আরাকানসও রয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঝোড়ো বাতাসের কারণে। ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বাতাসের তোড়ে অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। ঝড়ের কারণে রাস্তাঘাটে যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
আলাবামা ও আরাকানসে সাতজন করে মারা গেছে বলে জানা গেছে। আলাবামায় নিহত লোকজনের মধ্যে এক নারী ও তাঁর দুই সন্তানও রয়েছে। ওকলাহোমায় মারা গেছে ছয়জন। মিসিসিপিতে নয়জন এবং টেক্সাসে ঝড়সংশ্লিষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজন মারা গেছে।
আলাবামার গভর্নর গত শনিবার ঝড়ে বিধ্বস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। গোটা অঙ্গরাজ্যকে তিনি বিপর্যয় এলাকা হিসেবে ঘোষণা করেছেন। উত্তর ক্যারোলিনায় ঝড়ে ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঝড়ে উত্তর ক্যারোলিনায় ১১ জন মারা গেছে। সেখানে ঝড় আবারও আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ওই অঙ্গরাজ্যের গভর্নর।
ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে আলাবামা ও আরাকানসও রয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঝোড়ো বাতাসের কারণে। ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। বাতাসের তোড়ে অনেক বাড়ির ছাদ উড়ে গেছে। ঝড়ের কারণে রাস্তাঘাটে যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
আলাবামা ও আরাকানসে সাতজন করে মারা গেছে বলে জানা গেছে। আলাবামায় নিহত লোকজনের মধ্যে এক নারী ও তাঁর দুই সন্তানও রয়েছে। ওকলাহোমায় মারা গেছে ছয়জন। মিসিসিপিতে নয়জন এবং টেক্সাসে ঝড়সংশ্লিষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজন মারা গেছে।
আলাবামার গভর্নর গত শনিবার ঝড়ে বিধ্বস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। গোটা অঙ্গরাজ্যকে তিনি বিপর্যয় এলাকা হিসেবে ঘোষণা করেছেন। উত্তর ক্যারোলিনায় ঝড়ে ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
No comments