রক্তচাপ কমে যাওয়ায় মোবারককে হাসপাতালে ভর্তি করা হয়েছে
রক্তচাপ কমে যাওয়ায় মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে গত শনিবার এ কথা বলা হয়েছে। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছিল, আইনজীবীদের জিজ্ঞাসাবাদকালে মোবারক হূদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এক চিকিৎসা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা মেনার খবরে বলা হয়, গত মঙ্গলবার আইনজীবীদের জিজ্ঞাসাবাদের সময় ৮২ বছর বয়সী হোসনি মোবারকের রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে গিয়েছিল। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেনা জানায়, পরীক্ষা করে দেখা গেছে, মোবারকের হূদ্যন্ত্র ভালো আছে এবং এটি ভালোভাবে কাজ করছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
১৫ দিনের রিমান্ডে নেওয়ার আগে মোবারককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। সরকারি আইনজীবী তাঁকে রাজধানী কায়রোর উপকণ্ঠে সামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। মেনা জানিয়েছে, তবে তাঁকে কবে সামরিক হাসপাতালে নেওয়া হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি
এক চিকিৎসা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা মেনার খবরে বলা হয়, গত মঙ্গলবার আইনজীবীদের জিজ্ঞাসাবাদের সময় ৮২ বছর বয়সী হোসনি মোবারকের রক্তচাপ মাত্রাতিরিক্ত কমে গিয়েছিল। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেনা জানায়, পরীক্ষা করে দেখা গেছে, মোবারকের হূদ্যন্ত্র ভালো আছে এবং এটি ভালোভাবে কাজ করছে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
১৫ দিনের রিমান্ডে নেওয়ার আগে মোবারককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়া হয়। সরকারি আইনজীবী তাঁকে রাজধানী কায়রোর উপকণ্ঠে সামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। মেনা জানিয়েছে, তবে তাঁকে কবে সামরিক হাসপাতালে নেওয়া হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি
No comments