পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা
পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে।
পশ্চিমবঙ্গের সঙ্গে আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরি রাজ্যের বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কোরেশি।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮, ২৩, ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে। পশ্চিমবঙ্গে ভোট দেবে পাঁচ কোটি ৬০ লাখ ভোটার। ভোট হবে ৫১ হাজার ৯৯০টি ভোটকেন্দ্রে। ভোটার পরিচয়পত্রে ভোট দেবে ৯৪ দশমিক ৫ শতাংশ ভোটার।
আসামের নির্বাচন হবে আগামী ৪ ও ১১ এপ্রিল। কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরিতে নির্বাচন হবে মাত্র এক পর্বে ১৩ এপ্রিল।
পশ্চিমবঙ্গের বিধানসভায় রয়েছে ২৯৪টি আসন। ২০০৬ সালের নির্বাচনে বামফ্রন্ট জিতেছিল ২৩৫টি আসন আর কংগ্রেস জিতেছিল ২১টি আসন। অন্যদিকে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জিতেছিল ৩০টি আসন।
পশ্চিমবঙ্গের সঙ্গে আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরি রাজ্যের বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কোরেশি।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮, ২৩, ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মে। ফলাফল ঘোষণা করা হবে ১৩ মে। পশ্চিমবঙ্গে ভোট দেবে পাঁচ কোটি ৬০ লাখ ভোটার। ভোট হবে ৫১ হাজার ৯৯০টি ভোটকেন্দ্রে। ভোটার পরিচয়পত্রে ভোট দেবে ৯৪ দশমিক ৫ শতাংশ ভোটার।
আসামের নির্বাচন হবে আগামী ৪ ও ১১ এপ্রিল। কেরালা, তামিলনাড়ু ও পুডুচেরিতে নির্বাচন হবে মাত্র এক পর্বে ১৩ এপ্রিল।
পশ্চিমবঙ্গের বিধানসভায় রয়েছে ২৯৪টি আসন। ২০০৬ সালের নির্বাচনে বামফ্রন্ট জিতেছিল ২৩৫টি আসন আর কংগ্রেস জিতেছিল ২১টি আসন। অন্যদিকে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জিতেছিল ৩০টি আসন।
No comments