আজই ফিরছেন মালিঙ্গা!
২০০৩ সালের বিশ্বকাপে দুমড়ে-মুচড়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। চার বলে চার উইকেট তুলে নিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড। এবারের আসরে অবশ্য লাসিথ মালিঙ্গার ‘বিধ্বংসী’ বোলিং দেখা হয়নি ক্রিকেট-বিশ্বের। ইনজুরির কারণে মিস করেছেন প্রথম দুটি ম্যাচ। তবে আজ কেনিয়ার বিপক্ষে অনুষ্ঠেয় দিবা-রাত্রির ম্যাচেই হয়তো ফিরছেন মালিঙ্গা।
‘মালিঙ্গা ফিট। নির্বাচকেরা চাইলে কালই তাঁকে দলে আনতে পারেন’—দলের অন্যতম সেরা ফাস্ট বোলারের ইনজুরি থেকে ফিরে আসার ইঙ্গিত দিয়ে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন ট্রেভর বেইলিস। কোচ খোলাখুলি না বললেও মালিঙ্গার ফিরে আসার ব্যাপারটি স্পষ্ট হয়েছে শ্রীলঙ্কা দলের ম্যানেজারের কথায়, ‘শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচ। ওই ম্যাচের জন্য প্রস্তুত করতেই কেনিয়ার বিপক্ষে নামানো হবে মালিঙ্গাকে।
‘মালিঙ্গা ফিট। নির্বাচকেরা চাইলে কালই তাঁকে দলে আনতে পারেন’—দলের অন্যতম সেরা ফাস্ট বোলারের ইনজুরি থেকে ফিরে আসার ইঙ্গিত দিয়ে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন ট্রেভর বেইলিস। কোচ খোলাখুলি না বললেও মালিঙ্গার ফিরে আসার ব্যাপারটি স্পষ্ট হয়েছে শ্রীলঙ্কা দলের ম্যানেজারের কথায়, ‘শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ম্যাচ। ওই ম্যাচের জন্য প্রস্তুত করতেই কেনিয়ার বিপক্ষে নামানো হবে মালিঙ্গাকে।
No comments