নিউজিল্যান্ডে ভূমিকম্পে নিহতদের স্মরণে শোক পালন
নিউজিল্যান্ডবাসী ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শোক পালন করেছে। ক্রাইস্টচার্চে শক্তিশালী ভূমিকম্পের ঠিক এক সপ্তাহ পর গতকাল দুই মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে এ শোক পালন করা হয়।
দুপুর ১২টা ৫১ মিনিটে নিউজিল্যান্ডবাসী যার যার কাজ ফেলে দুই মিনিট নীরব থেকে এ শোক প্রকাশ করে। তারা মাথা নিচু করে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় ক্রাইস্টচার্চেও থমকে যায় ধ্বংসস্তূপ সরানোর ব্যস্ততা।
ক্রাইস্টচার্চে বড় হওয়া দেশটির প্রধানমন্ত্রী জন কি শহরটির ধসে পড়া প্রাচীনতম চার্চটির সামনে অনুষ্ঠিত শোক সমাবেশে অংশ নেন।
দুপুর ১২টা ৫১ মিনিটে নিউজিল্যান্ডবাসী যার যার কাজ ফেলে দুই মিনিট নীরব থেকে এ শোক প্রকাশ করে। তারা মাথা নিচু করে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় ক্রাইস্টচার্চেও থমকে যায় ধ্বংসস্তূপ সরানোর ব্যস্ততা।
ক্রাইস্টচার্চে বড় হওয়া দেশটির প্রধানমন্ত্রী জন কি শহরটির ধসে পড়া প্রাচীনতম চার্চটির সামনে অনুষ্ঠিত শোক সমাবেশে অংশ নেন।
No comments