জয়বর্ধনে, সামারাবিরা ম্যাচ পাতিয়েছেন!
গতকালই অস্ট্রেলিয়ার দুই ওপেনার ব্র্যাড হাডিন ও শেন ওয়াটসনের জিম্বাবুয়ের বিপক্ষে করা ধীরগতির ব্যাটিংয়ের ‘তদন্ত’ হবে বলে জানা গেছে। বাট-আমির-আসিফের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ক্রিকেটকে এমনই সন্দেহের চাদরে ঢেকে দিয়েছে যে, যেকোনো ক্রিকেটারের ব্যর্থতাই, কোনো না কোনো দুর্নীতি হিসেবে আতশি কাচের নিচে ফেলে দেওয়া হচ্ছে। ক্রিকেট নিয়ে এই ভয়ংকর ‘সন্দেহ-সন্দেহ খেলা’র তালিকায় এবার পড়ে গেছেন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনে ও থিলান সামারাবিরা।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁরা দুজনে নাকি ইচ্ছা করেই ব্যর্থ হয়ে ম্যাচের গতি-প্রকৃতি পাল্টে দিয়েছেন। অভিযোগটি এসেছে, শ্রীলঙ্কারই একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপকের কাছ থেকে। ম্যাচটি চলাকালে সেই টেলিভিশন চ্যানেলে বিশ্লেষণধর্মী একটি আলোচনা অনুষ্ঠানে সেই উপস্থাপক এ অভিযোগটি করেন। এর জন্য একজন শ্রীলঙ্কান ব্যবসায়ীর মাধ্যমে প্রায় ১৮ হাজার ডলার এ দুই ক্রিকেটারের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে বলেও সেই উপস্থাপক অভিযোগ করেন।
‘শ্রীলঙ্কা ক্রিকেট’ অবশ্য এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ করছি, শ্রীলঙ্কার একটি শীর্ষ টেলিভিশন চ্যানেলে আমাদের দলের দুই শীর্ষ ব্যাটসম্যানের বিরুদ্ধে আজে-বাজে মন্তব্য করে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।’
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ অভিযোগের প্রতিবাদ করলেও যাঁদের বিরুদ্ধে এ অভিযোগ, সেই জয়বর্ধনে ও সামারাবিরার এ ব্যাপারে কোনো বক্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।
অভিযোগটি যেহেতু গুরুতর, তাই ব্যাপারটি অনেক দূর গড়াবে বলেই মনে হচ্ছে।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁরা দুজনে নাকি ইচ্ছা করেই ব্যর্থ হয়ে ম্যাচের গতি-প্রকৃতি পাল্টে দিয়েছেন। অভিযোগটি এসেছে, শ্রীলঙ্কারই একটি টেলিভিশন চ্যানেলের উপস্থাপকের কাছ থেকে। ম্যাচটি চলাকালে সেই টেলিভিশন চ্যানেলে বিশ্লেষণধর্মী একটি আলোচনা অনুষ্ঠানে সেই উপস্থাপক এ অভিযোগটি করেন। এর জন্য একজন শ্রীলঙ্কান ব্যবসায়ীর মাধ্যমে প্রায় ১৮ হাজার ডলার এ দুই ক্রিকেটারের ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে বলেও সেই উপস্থাপক অভিযোগ করেন।
‘শ্রীলঙ্কা ক্রিকেট’ অবশ্য এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ করছি, শ্রীলঙ্কার একটি শীর্ষ টেলিভিশন চ্যানেলে আমাদের দলের দুই শীর্ষ ব্যাটসম্যানের বিরুদ্ধে আজে-বাজে মন্তব্য করে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।’
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ অভিযোগের প্রতিবাদ করলেও যাঁদের বিরুদ্ধে এ অভিযোগ, সেই জয়বর্ধনে ও সামারাবিরার এ ব্যাপারে কোনো বক্তব্য এখন পর্যন্ত জানা যায়নি।
অভিযোগটি যেহেতু গুরুতর, তাই ব্যাপারটি অনেক দূর গড়াবে বলেই মনে হচ্ছে।
No comments