বাংলাদেশকে গেইল-রোচদের বার্তা
মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি ৪ মার্চ। পুরো বাংলাদেশ তাকিয়ে ওই ম্যাচটার দিকে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে আরেক ধাপ এগোতে চায় লাল-সবুজের দল। পারবে বাংলাদেশ?
উত্তরের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে হল্যান্ডকে কাল যেভাবে ২১৫ রানে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের কাছে তা একটা সতর্কবার্তাও। দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর হল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নিজেরা তুলল ৩৩০ রান, যাতে অবদান রেখেছেন প্রথম পাঁচ ব্যাটসম্যানই। এরপর পেসার কেমার রোচ ২৭ রানে ৬ উইকেট নিয়ে হল্যান্ডকে শেষ করে দিয়েছেন মাত্র ১১৫ রানে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইনিংসে ৬ উইকেট নিয়েছেন শুধু রোচই।
এর চেয়ে বড় খবর—হ্যাটট্রিক করেছেন কেমার রোচ। ৩১তম ওভারের প্রথম তিন বলেই তুলে নিয়েছেন হল্যান্ডের শেষ তিনটি উইকেট। প্রথম দুটি এলবিডব্লু, শেষটি বোল্ড। বিশ্বকাপে এটি ৬ষ্ঠ হ্যাটট্রিক। আগের পাঁচ হ্যাটট্রিকম্যান—চেতন শর্মা, সাকলায়েন মুশতাক, চামিন্ডা ভাস, ব্রেট লি, লাসিথ মালিঙ্গা।
ব্যাটে বড় স্কোর, রোচের দারুণ বোলিং—‘ছোট’ ম্যাচটা সহজেই জিতল স্যামির দল।
প্রতিপক্ষ হিসেবে হল্যান্ড দুর্বল, তবে আগের ম্যাচে ইংল্যান্ডকে চেপে ধরা দলটির আত্মবিশ্বাস ছিল অনেক উঁচুতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড হয়নি। টস হেরে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ব্যাটিংয়ে নামতে হয়েছে, শুরুর দিকে খুব ধুমধাড়াক্কা ব্যাটিং ছিল না। গেইল তো এদিন রীতিমতো বদলে যাওয়া এক চরিত্র। গেইল মানেই ‘হয় মারো, নয় মরো’ ধারণাটা একদমই অনুপস্থিত। ইনিংস সর্বোচ্চ ৮০ রান করতে বল খেলেছেন ১১০টি!
ওপেনিংয়ে গেইলের সঙ্গে স্মিথ ৫১ বলে ৫৩। ব্রাভো ৩৮ বলে ৩০। সারোয়ানের ব্যাটেও রান। ৪২ বলে ৪৯। আসল ঝড়টা তুলে গেছেন পোলার্ড। ৫ চার আর ৪ ছয়ে ৬০। বল মাত্র ২৭টি! নিজের দ্বিতীয় ওয়ানডে ফিফটিটি শুধু তাঁর জন্যই নয়, দলকেও নিয়ে গেল পাহাড়ের চূড়ায়।
৩৬ রানেই ৫ উইকেট হারিয়েছে হল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া ডেসকাট এদিন ৬ বলে ৭ রান করে আউট। ৫৫ রানে অপরাজিত কুপার প্রাণপণ লড়েছেন। কিন্তু দিনটা রোচের। ম্যাচ-সেরার পুরস্কার হাতে নেওয়া রোচকে নিয়ে হোমওয়ার্ক এখনই শুরু করতে পারে বাংলাদেশ!
উত্তরের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে হল্যান্ডকে কাল যেভাবে ২১৫ রানে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের কাছে তা একটা সতর্কবার্তাও। দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর হল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নিজেরা তুলল ৩৩০ রান, যাতে অবদান রেখেছেন প্রথম পাঁচ ব্যাটসম্যানই। এরপর পেসার কেমার রোচ ২৭ রানে ৬ উইকেট নিয়ে হল্যান্ডকে শেষ করে দিয়েছেন মাত্র ১১৫ রানে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইনিংসে ৬ উইকেট নিয়েছেন শুধু রোচই।
এর চেয়ে বড় খবর—হ্যাটট্রিক করেছেন কেমার রোচ। ৩১তম ওভারের প্রথম তিন বলেই তুলে নিয়েছেন হল্যান্ডের শেষ তিনটি উইকেট। প্রথম দুটি এলবিডব্লু, শেষটি বোল্ড। বিশ্বকাপে এটি ৬ষ্ঠ হ্যাটট্রিক। আগের পাঁচ হ্যাটট্রিকম্যান—চেতন শর্মা, সাকলায়েন মুশতাক, চামিন্ডা ভাস, ব্রেট লি, লাসিথ মালিঙ্গা।
ব্যাটে বড় স্কোর, রোচের দারুণ বোলিং—‘ছোট’ ম্যাচটা সহজেই জিতল স্যামির দল।
প্রতিপক্ষ হিসেবে হল্যান্ড দুর্বল, তবে আগের ম্যাচে ইংল্যান্ডকে চেপে ধরা দলটির আত্মবিশ্বাস ছিল অনেক উঁচুতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড হয়নি। টস হেরে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ব্যাটিংয়ে নামতে হয়েছে, শুরুর দিকে খুব ধুমধাড়াক্কা ব্যাটিং ছিল না। গেইল তো এদিন রীতিমতো বদলে যাওয়া এক চরিত্র। গেইল মানেই ‘হয় মারো, নয় মরো’ ধারণাটা একদমই অনুপস্থিত। ইনিংস সর্বোচ্চ ৮০ রান করতে বল খেলেছেন ১১০টি!
ওপেনিংয়ে গেইলের সঙ্গে স্মিথ ৫১ বলে ৫৩। ব্রাভো ৩৮ বলে ৩০। সারোয়ানের ব্যাটেও রান। ৪২ বলে ৪৯। আসল ঝড়টা তুলে গেছেন পোলার্ড। ৫ চার আর ৪ ছয়ে ৬০। বল মাত্র ২৭টি! নিজের দ্বিতীয় ওয়ানডে ফিফটিটি শুধু তাঁর জন্যই নয়, দলকেও নিয়ে গেল পাহাড়ের চূড়ায়।
৩৬ রানেই ৫ উইকেট হারিয়েছে হল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পাওয়া ডেসকাট এদিন ৬ বলে ৭ রান করে আউট। ৫৫ রানে অপরাজিত কুপার প্রাণপণ লড়েছেন। কিন্তু দিনটা রোচের। ম্যাচ-সেরার পুরস্কার হাতে নেওয়া রোচকে নিয়ে হোমওয়ার্ক এখনই শুরু করতে পারে বাংলাদেশ!
No comments