পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ১৫ জঙ্গি নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তবর্তী এলাকায় গতকাল মঙ্গলবার মার্কিন মানববিহীন বিমান ড্রোন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত গুলাম খান গ্রামে এ হামলা চালানো হয়। গ্রামটিতে তালেবান জঙ্গিদের দুটি আস্তানা লক্ষ্য করে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ওই ১৫ জঙ্গি নিহত হয়। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
গত ২৪ ঘণ্টায় এটি ওই এলাকায় এ ধরনের দ্বিতীয় হামলা। এলাকাটিতে হাক্কানি সমর্থকদের শক্ত ঘাঁটি রয়েছে। ধারণা করা হয়, সেখান থেকে জঙ্গিরা সীমানা পার হয়ে আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত গুলাম খান গ্রামে এ হামলা চালানো হয়। গ্রামটিতে তালেবান জঙ্গিদের দুটি আস্তানা লক্ষ্য করে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ওই ১৫ জঙ্গি নিহত হয়। তবে তাদের পরিচয় জানানো হয়নি।
গত ২৪ ঘণ্টায় এটি ওই এলাকায় এ ধরনের দ্বিতীয় হামলা। এলাকাটিতে হাক্কানি সমর্থকদের শক্ত ঘাঁটি রয়েছে। ধারণা করা হয়, সেখান থেকে জঙ্গিরা সীমানা পার হয়ে আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর হামলা চালায়।
No comments