নাইজেরিয়ায় সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা ৮০
নাইজেরিয়ায় বড়দিনের উৎসবে বোমা হামলা এবং খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, বোমা হামলা ও সংঘর্ষের ঘটনায় হতাহতদের পাঁচটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এসব হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮৯ জন।
গত শুক্রবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় জস শহরে খ্রিষ্টধর্মাবলম্বীদের একটি গির্জায় বোমা হামলা চালানো হয়। এতে ৩৮ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার জের ধরে গত রোববার খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
সংস্থাটি জানায়, বোমা হামলা ও সংঘর্ষের ঘটনায় হতাহতদের পাঁচটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এসব হাসপাতাল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮৯ জন।
গত শুক্রবার নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় জস শহরে খ্রিষ্টধর্মাবলম্বীদের একটি গির্জায় বোমা হামলা চালানো হয়। এতে ৩৮ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার জের ধরে গত রোববার খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
No comments