ভারতে ফ্রিকোয়েন্সি কিনতে চায় চায়না রেডিও
চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই) ভারতে সম্প্রচারসীমা বাড়াতে ফ্রিকোয়েন্সি কেনার চেষ্টা করছে। টাইমস অব ইন্ডিয়া।
বর্তমানে রেডিও স্টেশনটি বেইজিং থেকে হিন্দি, বাংলা, উর্দু ও তামিল—এ চার ভাষায় অনুষ্ঠান প্রচার করছে।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য শ্রীলঙ্কা, মিয়ানমারসহ এবং আরও সাতটি দেশে এফএম ও এএম ব্যান্ডে সম্প্রচার চালিয়ে যাচ্ছে চায়না রেডিও।
সিআরআইর ডেপুটি এডিটর ইন চিফ বলেন, ‘সম্প্রচার সুবিধা বাড়ানোর জন্য আমরা ভারতে ফ্রিকোয়েন্সি কেনার চেষ্টা করছি। এর পাশাপাশি আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এ রকম কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলেছি।’
উই গং মা আরও বলেন, ‘আমরা বিভিন্ন দেশের সঙ্গে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করতে চাই। চাই চীনের প্রকৃত পরিচয় বিশ্বের কাছে তুলে ধরতে।’ তিনি আরও বলেন, চায়না রেডিও সম্প্রতি চীনের পর্যটন খাতের উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
বর্তমানে রেডিও স্টেশনটি বেইজিং থেকে হিন্দি, বাংলা, উর্দু ও তামিল—এ চার ভাষায় অনুষ্ঠান প্রচার করছে।
প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির জন্য শ্রীলঙ্কা, মিয়ানমারসহ এবং আরও সাতটি দেশে এফএম ও এএম ব্যান্ডে সম্প্রচার চালিয়ে যাচ্ছে চায়না রেডিও।
সিআরআইর ডেপুটি এডিটর ইন চিফ বলেন, ‘সম্প্রচার সুবিধা বাড়ানোর জন্য আমরা ভারতে ফ্রিকোয়েন্সি কেনার চেষ্টা করছি। এর পাশাপাশি আমাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক এ রকম কয়েকটি ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলেছি।’
উই গং মা আরও বলেন, ‘আমরা বিভিন্ন দেশের সঙ্গে নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করতে চাই। চাই চীনের প্রকৃত পরিচয় বিশ্বের কাছে তুলে ধরতে।’ তিনি আরও বলেন, চায়না রেডিও সম্প্রতি চীনের পর্যটন খাতের উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে।
No comments