কুয়েতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ
কুয়েতের বিরোধীদলীয় আইনপ্রণেতারা সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ নাসের মোহাম্মাদ আল-আহমাদ আল সাবাহেক এক রুদ্ধদ্বার অধিবেশনে জিজ্ঞাসাবাদ করেছেন। গতকাল মঙ্গলবার অধিবেশন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এসব আইনপ্রণেতার প্রশ্নের জবাব দিতে রাজি হন। পরে স্পিকারের নির্দেশে আলাদা গোপন অধিবেশনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
৮ ডিসেম্বর বিরোধী দলের আইনপ্রণেতা ও সাধারণ শিক্ষার্থীরা শোভাযাত্রা করার সময় কুয়েতের ‘এলিট ফোর্স’ তাঁদের লাঠিপেটা করে। এতে কমপক্ষে চারজন আইনপ্রণেতা ও ১২ জন ছাত্র আহত হন। এ ঘটনায় আইনপ্রণেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তোলেন। তাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলারও পরিকল্পনা নেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী তাঁদের প্রশ্নের জবাব দিতে রাজি হন। তবে সরকারের পক্ষ থেকে স্পিকারের কাছে আলাদা গোপন অধিবেশনে ওই জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। সে অনুযায়ী তাঁকে প্রধান তিনটি বিরোধী দলের তিনজন প্রতিনিধি জিজ্ঞাসাবাদ করেন। এ সময় পার্লামেন্ট ভবনের চারপাশে কড়া নিরাপত্তাচৌকি বসানো হয়।
প্রধানমন্ত্রী শেখ নাসের আল সাবাহ্ কুয়েতের বাদশাহ শেখ সাবাহ্ আল আহমাদ আল সাবাহ্র ভাতিজা। এর আগে গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে আইনপ্রণেতারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।
৮ ডিসেম্বর বিরোধী দলের আইনপ্রণেতা ও সাধারণ শিক্ষার্থীরা শোভাযাত্রা করার সময় কুয়েতের ‘এলিট ফোর্স’ তাঁদের লাঠিপেটা করে। এতে কমপক্ষে চারজন আইনপ্রণেতা ও ১২ জন ছাত্র আহত হন। এ ঘটনায় আইনপ্রণেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ তোলেন। তাঁরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলারও পরিকল্পনা নেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী তাঁদের প্রশ্নের জবাব দিতে রাজি হন। তবে সরকারের পক্ষ থেকে স্পিকারের কাছে আলাদা গোপন অধিবেশনে ওই জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। সে অনুযায়ী তাঁকে প্রধান তিনটি বিরোধী দলের তিনজন প্রতিনিধি জিজ্ঞাসাবাদ করেন। এ সময় পার্লামেন্ট ভবনের চারপাশে কড়া নিরাপত্তাচৌকি বসানো হয়।
প্রধানমন্ত্রী শেখ নাসের আল সাবাহ্ কুয়েতের বাদশাহ শেখ সাবাহ্ আল আহমাদ আল সাবাহ্র ভাতিজা। এর আগে গত বছরের ডিসেম্বরে দুর্নীতির অভিযোগে আইনপ্রণেতারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন।
No comments