যুক্তরাষ্ট্রে এ বছর সবচেয়ে প্রশংসিত ওবামা ও হিলারি
যুক্তরাষ্ট্রের জনগণের কাছে ২০১০ সালের সবচেয়ে প্রশংসিত পুরুষ নির্বাচিত হয়েছেন সে দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ তালিকায় নারীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইউএসএ টুডে ও গ্যালাপের বার্ষিক জরিপের ফলাফলে এ কথা জানানো হয়েছে।
ফলাফল অনুযায়ী, পুরুষদের মধ্যে ওবামাকে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করেন ২২ শতাংশ মার্কিন নাগরিক। পাঁচ শতাংশ লোকের ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তৃতীয় স্থানে রয়েছেন। তিনি পেয়েছেন চার শতাংশ ভোট।
অন্যদিকে ১৭ শতাংশ লোকের ভোট পেয়ে হিলারি ক্লিনটন নবমবারের মতো সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর সারাহ পেলিন। তিনি পেয়েছেন ১২ শতাংশ ভোট। ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রে।
ফলাফল অনুযায়ী, পুরুষদের মধ্যে ওবামাকে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য বলে মনে করেন ২২ শতাংশ মার্কিন নাগরিক। পাঁচ শতাংশ লোকের ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তৃতীয় স্থানে রয়েছেন। তিনি পেয়েছেন চার শতাংশ ভোট।
অন্যদিকে ১৭ শতাংশ লোকের ভোট পেয়ে হিলারি ক্লিনটন নবমবারের মতো সবচেয়ে প্রশংসিত নারী নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর সারাহ পেলিন। তিনি পেয়েছেন ১২ শতাংশ ভোট। ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রে।
No comments