ইরানে চরবৃত্তির দায়ে দুজনের ফাঁসি
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করা এবং জাতীয় বিপ্লববিরোধী তৎপরতায় জড়িত থাকার দায়ে ইরানে দুই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার তেহরানের এভিন কারাগারে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। এদিকে গত সোমবার রাতে ইরানে আটক থাকা দুই জার্মান সাংবাদিকের সঙ্গে তাঁদের স্বজনদের দেখা করতে দিয়েছে কর্তৃপক্ষ।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যে দুজনের ফাঁসি হয়েছে, তাঁরা হলেন, আলি আকবর সিদাত ও আলি সারেমি। ইরান সরকার বলেছে, সিদাত মোসাদের কাছে ছয় বছর ধরে ইরানের পরমাণুসহ বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাচার করে আসছিলেন। চরবৃত্তির জন্য তিনি এ পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার নিয়েছিলেন—এটা স্বীকার করেছেন বলে কর্মকর্তারা দাবি করেন।
আলি সারেমির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের জাতীয় বিপ্লববিরোধী সংগঠন পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরানের (পিএমওআই) সদস্য ছিলেন। তিনি সরকারের অতি গোপনীয় তথ্য পিএমওআইয়ের কাছে পাচার করছিলেন।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যে দুজনের ফাঁসি হয়েছে, তাঁরা হলেন, আলি আকবর সিদাত ও আলি সারেমি। ইরান সরকার বলেছে, সিদাত মোসাদের কাছে ছয় বছর ধরে ইরানের পরমাণুসহ বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাচার করে আসছিলেন। চরবৃত্তির জন্য তিনি এ পর্যন্ত ইসরায়েলের কাছ থেকে প্রায় ৬০ হাজার মার্কিন ডলার নিয়েছিলেন—এটা স্বীকার করেছেন বলে কর্মকর্তারা দাবি করেন।
আলি সারেমির বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের জাতীয় বিপ্লববিরোধী সংগঠন পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরানের (পিএমওআই) সদস্য ছিলেন। তিনি সরকারের অতি গোপনীয় তথ্য পিএমওআইয়ের কাছে পাচার করছিলেন।
No comments