বার্সার হতাশার রাত
সব ধরনের প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১০ ম্যাচের ১০টিতেই জয়, সর্বশেষ ৭ ম্যাচে ৩১ গোল—আকাশে উড়ছিল বার্সেলোনা। পাসিং ফুটবলের জাদুতে প্রতিপক্ষকে বিস্ময়ের ঘোরে ফেলা বার্সেলোনা পরশু রাতে নিজেরাই বিস্মিত। বার্সেলোনাকে এই বিস্ময় উপহার দিয়েছে অ্যাথলেটিকো বিলবাও। স্প্যানিশ কিংস কাপের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে গোলশূন্য রুখে দিয়েছে তারা। সেটাও আবার বার্সার মাঠ ন্যু ক্যাম্পে এসে। ৫ জানুয়ারি দ্বিতীয় লেগ বিলবাওয়ের মাঠে। বার্সেলোনার কোয়ার্টার ফাইনালে যাওয়াটা কঠিন হয়ে গেল বৈকি!
প্রতিপক্ষ দুর্বল বিলবাও বলেই কি না শুরুর একাদশে না নামিয়ে মেসি, ডেভিড ভিয়া, সার্জিও বুসকেটসকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ গার্দিওলা। শেষে মেসি, ভিয়াকে নামিয়েও কাজ হয়নি। ভিয়া অবশ্য বল একবার ফেলেছিলেন বিলবাওয়ের জালে কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোল। মঙ্গলবার কিংস কাপের অন্য দুটি ম্যাচও ড্র হয়েছে। ভ্যালেন্সিয়া-ভিয়ারিয়াল ম্যাচ ছিল গোলশূন্য আর দেপোর্তিভো লা করুনিয়াকে ১-১ গোলে রুখে দিয়েছে দ্বিতীয় বিভাগের দল কর্দোভা।
প্রতিপক্ষ দুর্বল বিলবাও বলেই কি না শুরুর একাদশে না নামিয়ে মেসি, ডেভিড ভিয়া, সার্জিও বুসকেটসকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ গার্দিওলা। শেষে মেসি, ভিয়াকে নামিয়েও কাজ হয়নি। ভিয়া অবশ্য বল একবার ফেলেছিলেন বিলবাওয়ের জালে কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোল। মঙ্গলবার কিংস কাপের অন্য দুটি ম্যাচও ড্র হয়েছে। ভ্যালেন্সিয়া-ভিয়ারিয়াল ম্যাচ ছিল গোলশূন্য আর দেপোর্তিভো লা করুনিয়াকে ১-১ গোলে রুখে দিয়েছে দ্বিতীয় বিভাগের দল কর্দোভা।
No comments