ক্রেমলিন-সমর্থিত যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন আনা
রাশিয়ার আলোচিত গুপ্তচর আনা চ্যাপম্যান ক্রেমলিন-সমর্থিত মস্কোর একটি যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন। গতকাল বুধবারই তাঁর মলোদায়া গভারদিয়া (যুবরক্ষী) নামে ওই সংগঠনের সামাজিক পরিষদের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার কথা। গতকাল ওই সংগঠনের বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি এ কথা জানায়।
মলোদায়া গভারদিয়া এখন রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার কাঠামোর একটি অংশ। গতকাল সংস্থাটির চতুর্থ কংগ্রেসে নতুন নেতাদের নির্বাচন করার কথা।
সূত্রের বরাত দিয়ে রিয়া নভোস্তি জানায়, মলোদায়া গভারদিয়ায় যোগ দিচ্ছেন আনা চ্যাপম্যান। সেখানে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি কংগ্রেসে নির্ধারিত হবে। তবে তাঁর সামাজিক পরিষদের প্রধান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
গত জুলাইয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনা চ্যাপম্যানসহ ১০ জন গুপ্তচরকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। ওই কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় আসেন আনা। দেশে ফেরার পর বিভিন্ন কর্মকাণ্ডে দিন দিন দায়িত্ব বাড়ছে তাঁর। সামাজিক পরিষদের নতুন পদ পেলে তাঁর ব্যস্ততা আরও বেড়ে যাবে।
মলোদায়া গভারদিয়া এখন রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়ার কাঠামোর একটি অংশ। গতকাল সংস্থাটির চতুর্থ কংগ্রেসে নতুন নেতাদের নির্বাচন করার কথা।
সূত্রের বরাত দিয়ে রিয়া নভোস্তি জানায়, মলোদায়া গভারদিয়ায় যোগ দিচ্ছেন আনা চ্যাপম্যান। সেখানে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি কংগ্রেসে নির্ধারিত হবে। তবে তাঁর সামাজিক পরিষদের প্রধান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
গত জুলাইয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনা চ্যাপম্যানসহ ১০ জন গুপ্তচরকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। ওই কেলেঙ্কারির ঘটনায় আলোচনায় আসেন আনা। দেশে ফেরার পর বিভিন্ন কর্মকাণ্ডে দিন দিন দায়িত্ব বাড়ছে তাঁর। সামাজিক পরিষদের নতুন পদ পেলে তাঁর ব্যস্ততা আরও বেড়ে যাবে।
No comments