জাপানে শক্তিশালী ভূমিকম্প
জাপানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গতকাল বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে ভূমিকম্পের ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় রাত দুইটা ১৯ মিনিটে রাজধানী টোকিওর এক হাজার কিলোমিটার দক্ষিণে ওগাসাওয়ারা দ্বীপে ভূমিকম্প আঘাত হানে। এ সময়ে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চিচিশিমা দ্বীপের ৮০ মাইল উত্তর-পূর্বাঞ্চলে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর কর্তৃপক্ষ দ্বীপটিতে সুনামির সতর্কতা জারি করে। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলোর মধ্যে জাপান অন্যতম। ১৯৯৫ সালে দেশটির বন্দরনগর কোবেতে ৭ দশমিক ২ তীব্রতার ভূমিকম্পে ছয় হাজার ৪০০ লোকের প্রাণহানি হয়।
No comments