উৎপাদনশীলতার জন্য চাই শ্রমিক-মালিক সুসম্পর্ক
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশের শিল্প-কারখানায় উন্নত কর্মপরিবেশ সৃষ্টির জন্য সরকার, শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় কমিটি গঠন করে আলোচনা করতে হবে। তিনি বাংলাদেশের শিল্প খাতের উৎপাদনশীলতা বাড়াতে সৌহার্দ্যপূর্ণ শ্রমিক-মালিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।
গতকাল সোমবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মরিয়ার্টি এসব কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শিল্পমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) কমপক্ষে দুটি কোম্পানির শেয়ার বাজারে আসবে। শিল্প মন্ত্রণালয় ্রইতিমধ্যে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত মন্ত্রণালয়ের অধীন কোম্পানির আরও কিছু শেয়ার ছাড়া হতে পারে।
শিল্পমন্ত্রী বলেন, বৈঠকে জাতীয় শিল্পনীতি, ২০১০-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সৌহার্দ্যপূর্ণ শ্রমপরিবেশ, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, বিশেষায়িত শিল্পাঞ্চলে বিনিয়োগ, হাইটেক শিল্পপার্ক স্থাপনসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।
দিলীপ বড়ুয়া বলেন, রাষ্ট্রদূত ইপিজেড ও অর্থনৈতিক এলাকার পার্থক্য সম্পর্কে জানতে চেয়েছেন। এ ব্যাপারে তাঁকে বলা হয়েছে, ইপিজেডে কেবল বিদেশিরা বিনিয়োগ করতে পারেন। এমনকি এখানে উৎপাদিত পণ্য রপ্তানি করা যায়, স্থানীয় বাজারে বিক্রি করা যায় না। কিন্তু নতুন অর্থনৈতিক এলাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সমান সুবিধা পাবেন।
শিল্পমন্ত্রী আরও জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রণীত জাতীয় শিল্পনীতি, ২০১০-এর প্রশংসা করেন।
সরকার শিল্পাঞ্চলে বিদ্যুতের ঘাটতি মেটাতে চট্টগ্রাম ও খুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেছেন।
গতকাল সোমবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মরিয়ার্টি এসব কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী ও মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে শিল্পমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) কমপক্ষে দুটি কোম্পানির শেয়ার বাজারে আসবে। শিল্প মন্ত্রণালয় ্রইতিমধ্যে এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এ ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত মন্ত্রণালয়ের অধীন কোম্পানির আরও কিছু শেয়ার ছাড়া হতে পারে।
শিল্পমন্ত্রী বলেন, বৈঠকে জাতীয় শিল্পনীতি, ২০১০-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সৌহার্দ্যপূর্ণ শ্রমপরিবেশ, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, বিশেষায়িত শিল্পাঞ্চলে বিনিয়োগ, হাইটেক শিল্পপার্ক স্থাপনসহ অন্যান্য বিষয় আলোচনায় স্থান পায়।
দিলীপ বড়ুয়া বলেন, রাষ্ট্রদূত ইপিজেড ও অর্থনৈতিক এলাকার পার্থক্য সম্পর্কে জানতে চেয়েছেন। এ ব্যাপারে তাঁকে বলা হয়েছে, ইপিজেডে কেবল বিদেশিরা বিনিয়োগ করতে পারেন। এমনকি এখানে উৎপাদিত পণ্য রপ্তানি করা যায়, স্থানীয় বাজারে বিক্রি করা যায় না। কিন্তু নতুন অর্থনৈতিক এলাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সমান সুবিধা পাবেন।
শিল্পমন্ত্রী আরও জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রণীত জাতীয় শিল্পনীতি, ২০১০-এর প্রশংসা করেন।
সরকার শিল্পাঞ্চলে বিদ্যুতের ঘাটতি মেটাতে চট্টগ্রাম ও খুলনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে বলে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেছেন।
No comments