দুর্নীতি ফাঁসে ছবি তোলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, দুর্নীতি ফাঁস করতে গোপন ক্যামেরায় ছবি তোলা আইনের চোখে অপরাধ নয়। গত শনিবার ওই আদালতের বিচারপতি এস এন ধিংড়া দুই সাংবাদিকের আনা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন।
২০০৫ সালে দুই সাংবাদিক অনিরুদ্ধ বহেল ও সুহাসিনী রাজ ভারতের ১১ জন সাংসদের ঘুষ নেওয়ার ছবি গোপন ক্যামেরায় ধারণ করেন। এসব ছবি ‘স্টিং অপারেশন দুর্যোধন’ নামে টেলিভিশনে প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে লোকসভার ১০ জন ও রাজ্যসভার একজন সদস্যকে (সাংসদ) বহিষ্কার করা হয়।
পরবর্তী সময়ে দিল্লির পুলিশ দুই সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা করে। এ ব্যাপারে অভিযোগপত্রও দাখিল করা হয়। মামলার বিচার শুরু হলে বিচার-প্রক্রিয়ার বিরুদ্ধে দুই সাংবাদিক উচ্চ আদালতে আবেদন জানান।
বিচারপতি এস এন ধিংড়া নিম্ন আদালতের বিচার-প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়ে বলেন, ‘ওই সাংবাদিকদের দোষী সাব্যস্ত করার অর্থ যেকোনো নাগরিকের মৌলিক কর্তব্যে বাধা দেওয়া। দুর্নীতি ফাঁস করার অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। দুর্নীতি যেকোনোভাবে ফাঁস করা যেতে পারে।’
২০০৫ সালে দুই সাংবাদিক অনিরুদ্ধ বহেল ও সুহাসিনী রাজ ভারতের ১১ জন সাংসদের ঘুষ নেওয়ার ছবি গোপন ক্যামেরায় ধারণ করেন। এসব ছবি ‘স্টিং অপারেশন দুর্যোধন’ নামে টেলিভিশনে প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে লোকসভার ১০ জন ও রাজ্যসভার একজন সদস্যকে (সাংসদ) বহিষ্কার করা হয়।
পরবর্তী সময়ে দিল্লির পুলিশ দুই সাংবাদিকের বিরুদ্ধে একটি মামলা করে। এ ব্যাপারে অভিযোগপত্রও দাখিল করা হয়। মামলার বিচার শুরু হলে বিচার-প্রক্রিয়ার বিরুদ্ধে দুই সাংবাদিক উচ্চ আদালতে আবেদন জানান।
বিচারপতি এস এন ধিংড়া নিম্ন আদালতের বিচার-প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়ে বলেন, ‘ওই সাংবাদিকদের দোষী সাব্যস্ত করার অর্থ যেকোনো নাগরিকের মৌলিক কর্তব্যে বাধা দেওয়া। দুর্নীতি ফাঁস করার অধিকার প্রত্যেক নাগরিকেরই আছে। দুর্নীতি যেকোনোভাবে ফাঁস করা যেতে পারে।’
No comments