সৌদি আরব ২৩০টি সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ বিন আবদুল আজিজ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ২৩০টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে, তবে ১০টি সন্ত্রাসী হামলা নস্যাৎ করা সম্ভব হয়নি। গতকাল সোমবার স্থানীয় একটি পত্রিকা এ তথ্য জানায়।
সৌদি গেজেট পত্রিকাকে নায়েফ বলেন, সৌদি আরব সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করছে। এর মধ্যে ২৪০টি সন্ত্রাসী হামলার ২৩০টিই ব্যর্থ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নায়েফ ওই সব সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ২০০৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত সেসব হামলার পরিকল্পনা করা হয়।
সৌদি গেজেট পত্রিকাকে নায়েফ বলেন, সৌদি আরব সর্বশক্তি দিয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করছে। এর মধ্যে ২৪০টি সন্ত্রাসী হামলার ২৩০টিই ব্যর্থ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নায়েফ ওই সব সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ২০০৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত সেসব হামলার পরিকল্পনা করা হয়।
No comments