বিজ্ঞানী কাদির খানের নিরাপত্তাব্যবস্থা পুনর্বহালের নির্দেশ
পাকিস্তানের পরমাণুবিজ্ঞানী আবদুল কাদির খানের নিরাপত্তাব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। একই সঙ্গে আদালত তাঁকে স্বাধীনভাবে চলাফেরা করার অনুমতিও দিয়েছেন।
সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ উপেক্ষা করার অভিযোগ এনে আবদুল কাদির খানের করা একটি আবেদনের প্রেক্ষাপটে লাহোর হাইকোর্ট ওই নির্দেশ দেন। কাদির খান তাঁর আরজিতে উল্লেখ করেন, সরকার আদালতের নির্দেশ উপেক্ষা করে নিরাপত্তার অজুহাতে তাঁকে কার্যত বন্দী করে রেখেছে।
আদালত এ অভিযোগের জবাব দেওয়ার জন্যও সরকারের প্রতি নির্দেশ জারি করেন।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ায় পরমাণুপ্রযুক্তি পাচারের কথিত অভিযোগে তাঁকে অনেক হেনস্তা করেন। সে সময় তাঁকে গৃহবন্দী করা হয়। এ ছাড়া তাঁকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তার যে প্রটোকল দেওয়া হতো, তাও প্রত্যাহার করা হয়।
বিজ্ঞানী আবদুল কাদির খানকে গণ্য করা হয় পাকিস্তানের পরমাণু বোমার জনক হিসেবে। এ জন্য তাঁকে বিভিন্ন সময় জাতীয় বীরের মর্যাদায় ভূষিত করা হয়।
সরকারের বিরুদ্ধে আদালতের নির্দেশ উপেক্ষা করার অভিযোগ এনে আবদুল কাদির খানের করা একটি আবেদনের প্রেক্ষাপটে লাহোর হাইকোর্ট ওই নির্দেশ দেন। কাদির খান তাঁর আরজিতে উল্লেখ করেন, সরকার আদালতের নির্দেশ উপেক্ষা করে নিরাপত্তার অজুহাতে তাঁকে কার্যত বন্দী করে রেখেছে।
আদালত এ অভিযোগের জবাব দেওয়ার জন্যও সরকারের প্রতি নির্দেশ জারি করেন।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ায় পরমাণুপ্রযুক্তি পাচারের কথিত অভিযোগে তাঁকে অনেক হেনস্তা করেন। সে সময় তাঁকে গৃহবন্দী করা হয়। এ ছাড়া তাঁকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তার যে প্রটোকল দেওয়া হতো, তাও প্রত্যাহার করা হয়।
বিজ্ঞানী আবদুল কাদির খানকে গণ্য করা হয় পাকিস্তানের পরমাণু বোমার জনক হিসেবে। এ জন্য তাঁকে বিভিন্ন সময় জাতীয় বীরের মর্যাদায় ভূষিত করা হয়।
No comments