নিউইয়র্কে বেপরোয়া আচরণের অভিযোগে বিমানকর্মী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে গত সোমবার বেপরোয়া আচরণের অভিযোগে বিমানকর্মী ফ্লাইট অ্যাটেনডেন্ট স্টিভেন স্লাটারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত সোমবার দুপুরে জেট ব্লু এয়ারলাইনসের ১০৫২ ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছে। যাত্রীবাহী বিমানটি রানওয়েতে পুরোপুরি থামার আগেই কিছু যাত্রীর মধ্যে হুলস্থুল শুরু হয়। তাঁরা ককপিট থেকে নিরাপদ সংকেত আসার আগেই লাগেজ নিয়ে টানাটানি শুরু করেন। এ সময় ওই যাত্রীদের দিকে এগিয়ে যান স্টিভেন স্লাটার। ঘোষণা না আসা পর্যন্ত তিনি তাঁদের নিজ নিজ আসনে বসে থাকার অনুরোধ জানান।
একপর্যায়ে এক যাত্রীর লাগেজ ছিটকে পড়ে স্টিভেন স্লাটারের ওপর। শুরু হয় ওই যাত্রীর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা। পরে যাত্রীদের উদ্দেশ্যে অমার্জিত ভাষায় তিনি বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত সোমবার দুপুরে জেট ব্লু এয়ারলাইনসের ১০৫২ ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছে। যাত্রীবাহী বিমানটি রানওয়েতে পুরোপুরি থামার আগেই কিছু যাত্রীর মধ্যে হুলস্থুল শুরু হয়। তাঁরা ককপিট থেকে নিরাপদ সংকেত আসার আগেই লাগেজ নিয়ে টানাটানি শুরু করেন। এ সময় ওই যাত্রীদের দিকে এগিয়ে যান স্টিভেন স্লাটার। ঘোষণা না আসা পর্যন্ত তিনি তাঁদের নিজ নিজ আসনে বসে থাকার অনুরোধ জানান।
একপর্যায়ে এক যাত্রীর লাগেজ ছিটকে পড়ে স্টিভেন স্লাটারের ওপর। শুরু হয় ওই যাত্রীর সঙ্গে তাঁর বাগিবতণ্ডা। পরে যাত্রীদের উদ্দেশ্যে অমার্জিত ভাষায় তিনি বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।
No comments