রেফারিংয়ে সংস্কার আনছে ফিফা
ফুটবল রেফারিংয়ে সংস্কার আনার দাবিটা বেশ কিছুদিন ধরেই চলে আসছে। গত বিশ্বকাপে রেফারিংয়ে বড় ধরনের কিছু গলদের পর আরও জোরালো হয়েছে সেই দাবি। কাল ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার জানিয়েছেন, ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান লক্ষ্য এখন রেফারিং সংস্কার। অবশ্য ‘গোললাইন’ প্রযুক্তির ব্যাপারে ব্ল্যাটার এখনো নিমরাজি।
‘অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যেই উচ্চ পর্যায়ের রেফারিদের নিয়ে আমরা নতুন প্রকল্প শুরু করব। সবকিছু নতুন করে ঢেলে সাজানো হবে। আমি সব সময়ই পেশাদারির পক্ষে, কেউ যদি এর বিপক্ষে থাকে তার পরও আমি এতে অটল’—বলেছেন ব্ল্যাটার।
কিন্তু প্রযুক্তির ব্যাপারে ফিফা-প্রধানের এত অনীহা কেন? ব্ল্যাটারের উত্তর, ‘প্রযুক্তির সাহায্য নেওয়া মানে বিষয়টি আরও জটিল করে তোলা। কোনো কিছু বাস্তবায়ন করার আগে এ নিয়ে বিশদ পরীক্ষা-নিরীক্ষা দরকার।’
‘অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর মধ্যেই উচ্চ পর্যায়ের রেফারিদের নিয়ে আমরা নতুন প্রকল্প শুরু করব। সবকিছু নতুন করে ঢেলে সাজানো হবে। আমি সব সময়ই পেশাদারির পক্ষে, কেউ যদি এর বিপক্ষে থাকে তার পরও আমি এতে অটল’—বলেছেন ব্ল্যাটার।
কিন্তু প্রযুক্তির ব্যাপারে ফিফা-প্রধানের এত অনীহা কেন? ব্ল্যাটারের উত্তর, ‘প্রযুক্তির সাহায্য নেওয়া মানে বিষয়টি আরও জটিল করে তোলা। কোনো কিছু বাস্তবায়ন করার আগে এ নিয়ে বিশদ পরীক্ষা-নিরীক্ষা দরকার।’
No comments