র্যাঙ্কিং পদ্ধতিতে আপত্তি নেই মুরালির
সব দল সমান খেলার সুযোগ পাচ্ছে না’, ‘লোকে এই র্যাঙ্কিং বোঝে না’—আইসিসি র্যাঙ্কিংয়ের সমালোচনা করে বলেছিলেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কা অধিনায়কের সঙ্গে কিন্তু একমত নন মুত্তিয়া মুরালিধরন। বর্তমান র্যাঙ্কিং পদ্ধতিতে আপত্তি নেই স্পিন কিংবদন্তির। বলেছেন, কোনো র্যাঙ্কিংই নিখুঁত নয়। যোগ্য দল হিসেবেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। ওয়েবসাইট।
‘বর্তমান পয়েন্ট পদ্ধতি ভালো না, এই সমালোচনা করা যাবে না। এটার সমালোচনা করা মানে সবার দোষ খুঁজে বের করা। যার যে স্বীকৃতি প্রাপ্য সে সেটা পাবেই’—র্যাঙ্কিং পদ্ধতি নিয়ে কাল বলেছেন মুরালিধরন। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতেনি বলে মহেন্দ্র সিং ধোনির দল এক নম্বরের যোগ্য নয়, সাঙ্গাকারা বলেছিলেন এমনটাও। কিন্তু এখানেও অধিনায়কের সঙ্গে দ্বিমত মুরালির, ‘এক নম্বর জায়গাটা ভারতের প্রাপ্য কারণ ওরা অনেক ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ডে, শ্রীলঙ্কাতেও সাম্প্রতিক সিরিজটা ড্র করল।’
সব দেশ সমান ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বলে বর্তমান র্যাঙ্কিং পদ্ধতিতে গলদ দেখছেন অনেকেই। কিন্তু মুরালির ধারণা কোনো র্যাঙ্কিংই নিখুঁত নয়, ‘আইসিসি কার্যকর একটা র্যাঙ্কিং পদ্ধতি চালু করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনো পদ্ধতিই শতভাগ নিখুঁত নয়। বর্তমানে নয়টা টেস্ট খেলুড়ে দেশ আছে। সব দেশ একে অন্যের বিপক্ষে দেশে ও প্রতিপক্ষের মাটিতে খেলার পরে যদি র্যাঙ্কিং ঠিক করতে হয়, তাহলে তো পাঁচ-ছয় বছর লেগে যাবে, এটা অবাস্তব।’
তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বিষেণ সিং বেদির আবারও খোঁচা, মুরালির কঠোর জবাব, এরপর আবার সাবেক ভারতীয়দের সমালোচনা—সাম্প্রতিক কথার লড়াইটা আর বাড়াতে চাননি মুরালি, এড়িয়ে গেছেন এই প্রসঙ্গ। তবে আরও একবার জানিয়েছেন ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা, ‘অরবিন্দ (প্রধান নির্বাচক) অস্ট্রেলিয়া সফরের ওয়ানডের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলেছে। আমি নিয়মিত ট্রেনিং করছি। ক্রিকেট থেকে পুরোপুরি বিদায়ের আগে আরও বছর তিনেক আইপিএল খেলতে চাই।’
‘বর্তমান পয়েন্ট পদ্ধতি ভালো না, এই সমালোচনা করা যাবে না। এটার সমালোচনা করা মানে সবার দোষ খুঁজে বের করা। যার যে স্বীকৃতি প্রাপ্য সে সেটা পাবেই’—র্যাঙ্কিং পদ্ধতি নিয়ে কাল বলেছেন মুরালিধরন। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতেনি বলে মহেন্দ্র সিং ধোনির দল এক নম্বরের যোগ্য নয়, সাঙ্গাকারা বলেছিলেন এমনটাও। কিন্তু এখানেও অধিনায়কের সঙ্গে দ্বিমত মুরালির, ‘এক নম্বর জায়গাটা ভারতের প্রাপ্য কারণ ওরা অনেক ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইংল্যান্ডকে হারিয়েছে ইংল্যান্ডে, শ্রীলঙ্কাতেও সাম্প্রতিক সিরিজটা ড্র করল।’
সব দেশ সমান ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বলে বর্তমান র্যাঙ্কিং পদ্ধতিতে গলদ দেখছেন অনেকেই। কিন্তু মুরালির ধারণা কোনো র্যাঙ্কিংই নিখুঁত নয়, ‘আইসিসি কার্যকর একটা র্যাঙ্কিং পদ্ধতি চালু করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। কোনো পদ্ধতিই শতভাগ নিখুঁত নয়। বর্তমানে নয়টা টেস্ট খেলুড়ে দেশ আছে। সব দেশ একে অন্যের বিপক্ষে দেশে ও প্রতিপক্ষের মাটিতে খেলার পরে যদি র্যাঙ্কিং ঠিক করতে হয়, তাহলে তো পাঁচ-ছয় বছর লেগে যাবে, এটা অবাস্তব।’
তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বিষেণ সিং বেদির আবারও খোঁচা, মুরালির কঠোর জবাব, এরপর আবার সাবেক ভারতীয়দের সমালোচনা—সাম্প্রতিক কথার লড়াইটা আর বাড়াতে চাননি মুরালি, এড়িয়ে গেছেন এই প্রসঙ্গ। তবে আরও একবার জানিয়েছেন ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা, ‘অরবিন্দ (প্রধান নির্বাচক) অস্ট্রেলিয়া সফরের ওয়ানডের জন্য আমাকে প্রস্তুতি নিতে বলেছে। আমি নিয়মিত ট্রেনিং করছি। ক্রিকেট থেকে পুরোপুরি বিদায়ের আগে আরও বছর তিনেক আইপিএল খেলতে চাই।’
No comments