কলম্বোয় জাতিসংঘের কার্যালয়ের সামনে মন্ত্রীর অনশন শুরু
শ্রীলঙ্কার গৃহায়ণমন্ত্রী বিমল বিরাবানসা কলম্বোয় জাতিসংঘের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন। তামিল টাইগারদের সঙ্গে লড়াইয়ের সময় দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে জাতিসংঘ একটি তদন্ত প্যানেল গঠন করেছে। সেই প্যানেলের তদন্ত-কার্যক্রম বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে তিনি এই অনশন শুরু করেন।
এর আগে সমর্থকদের নিয়ে দুই দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন মন্ত্রী বিরাবানসা। বিক্ষোভের সময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতিসংঘ এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে যুদ্ধাপরাধ আদালতের সামনে হাজির করতে চায়। কিন্তু আমরা এটা ঘটতে দিতে পারি না।’ তিনি জাতিসংঘের ওপর চাপ সৃষ্টির জন্য সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গত বুধবার জাতিসংঘ এই বিক্ষোভকে ‘অপ্রীতিকর’ বলে অভিহিত করেছে। জাতিসংঘের মতে, শ্রীলঙ্কার সেনারা গত বছরের মে মাসে তামিল টাইগার গেরিলাদের সঙ্গে লড়াইয়ের একেবারে শেষ দিকে কমপক্ষে সাত হাজার বেসামরিক তামিলকে হত্যা করে। ৩৭ বছরের এই লড়াইয়ে প্রায় এক লাখ মানুষ নিহত হয়।
এর আগে সমর্থকদের নিয়ে দুই দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেন মন্ত্রী বিরাবানসা। বিক্ষোভের সময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘জাতিসংঘ এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেনাবাহিনীকে যুদ্ধাপরাধ আদালতের সামনে হাজির করতে চায়। কিন্তু আমরা এটা ঘটতে দিতে পারি না।’ তিনি জাতিসংঘের ওপর চাপ সৃষ্টির জন্য সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শুরু করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গত বুধবার জাতিসংঘ এই বিক্ষোভকে ‘অপ্রীতিকর’ বলে অভিহিত করেছে। জাতিসংঘের মতে, শ্রীলঙ্কার সেনারা গত বছরের মে মাসে তামিল টাইগার গেরিলাদের সঙ্গে লড়াইয়ের একেবারে শেষ দিকে কমপক্ষে সাত হাজার বেসামরিক তামিলকে হত্যা করে। ৩৭ বছরের এই লড়াইয়ে প্রায় এক লাখ মানুষ নিহত হয়।
No comments