ডেভিড জনস্টোন কানাডার পরবর্তী গভর্নর জেনারেল
কানাডার পরবর্তী গভর্নর জেনারেল পদে ওয়াটারলু ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ডেভিড জনস্টোনকে মনোনীত করা হয়েছে। তিনি আগামী সেপ্টেম্বরে কানাডার বর্তমান গভর্নর জেনারেল মিশেল জেনের স্থলাভিষিক্ত হবেন। চলতি সপ্তাহে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কানাডা সফরকালে জনস্টোনকে নতুন গভর্নর জেনারেল হিসেবে অনুমোদন করেন। কানাডার প্রেসিডেন্ট পদমর্যাদার গভর্নর জেনারেল পদটি একটি সাংবিধানিক পদ, যা এখনো রানির অনুমোদনসাপেক্ষে নির্ধারিত হয়।
জনস্টোন (৬৯) কানাডার সাডবুরিতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, যুক্তরাজ্যের ক্যামব্রিজ এবং কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটিতে তিনি ১৫ বছর অধ্যাপনা করাসহ এর ভাইস চ্যান্সেলরের দায়িত্বও পালন করেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনির সঙ্গে জার্মানের অস্ত্র ব্যবসায়ী কার্লহেইস স্কেরিবারের অস্ত্র কেলেঙ্কারি তদন্তের প্রতিবেদন তৈরির জন্য তিনি আলোচিত হন। এ ছাড়া টেলিভিশনে উচ্চপর্যায়ের রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠানে সূত্রধরের দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশংসিত হন।
জনস্টোন (৬৯) কানাডার সাডবুরিতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, যুক্তরাজ্যের ক্যামব্রিজ এবং কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। মন্ট্রিলের ম্যাকগিল ইউনিভার্সিটিতে তিনি ১৫ বছর অধ্যাপনা করাসহ এর ভাইস চ্যান্সেলরের দায়িত্বও পালন করেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্রায়ান মালরোনির সঙ্গে জার্মানের অস্ত্র ব্যবসায়ী কার্লহেইস স্কেরিবারের অস্ত্র কেলেঙ্কারি তদন্তের প্রতিবেদন তৈরির জন্য তিনি আলোচিত হন। এ ছাড়া টেলিভিশনে উচ্চপর্যায়ের রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠানে সূত্রধরের দায়িত্ব পালন করে তিনি ব্যাপক প্রশংসিত হন।
No comments