২৬ ঘণ্টা আকাশে উড়ল সৌরশক্তিচালিত বিমান
সুইজারল্যান্ডে সৌরশক্তিচালিত বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে। গত বুধবার রাতে বিমানটি উড্ডয়ন শুরু করে ২৬ ঘণ্টা পর সফলভাবেই অবতরণ করে।
সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের পেয়ার্ন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা এইচবি-এসআইএ নামের বিমানটি গতকাল স্থানীয় সময় সকাল নয়টা এক মিনিটে ওই ঘাঁটিতেই অবতরণ করে।
ফ্লাইট পরিচালনাকারী দলের প্রধান বারট্রান্ড পিক্কার্ড বলেন, রাতভর সৌরশক্তিচালিত বিমান ওড়ানোর ঘটনা এটাই প্রথম। আমরা এটা করতে সক্ষম হয়েছি। আমরা সফল হয়েছি। তিনি জানান, বিমানে আরও তিন ঘণ্টার মতো শক্তি সঞ্চিত ছিল, যা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি।’
ফ্লাইটের পরিচালক ক্লদ নিকোলিয়ার বলেন, পাইলট আন্দ্রে বোর্সবার্গ রাতভর সফলভাবে বিমান চালনার পর বৃহস্পতিবার সকালে অবতরণ করেন। এটা অসাধারণ এক ব্যাপার।
উচ্চপ্রযুক্তির এক আসনের এই বিমানের ডানায় স্থাপিত সোলার সেলে সঞ্চিত সৌরশক্তি দিয়ে এটি চালানো হলো। বিমানটির ওজন একটি সাধারণ পারিবারিক গাড়ির সমান হলেও ডানার বিস্তৃতি একটি বড় বিমানের মতোই। যার দৈর্ঘ্য ৬৩ মিটার। এই ডানাতেই রয়েছে ১২ হাজার সোলার সেল।
গত সপ্তাহে এই পরীক্ষামূলক উড্ডয়ন চালানোর কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।
সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের পেয়ার্ন বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা এইচবি-এসআইএ নামের বিমানটি গতকাল স্থানীয় সময় সকাল নয়টা এক মিনিটে ওই ঘাঁটিতেই অবতরণ করে।
ফ্লাইট পরিচালনাকারী দলের প্রধান বারট্রান্ড পিক্কার্ড বলেন, রাতভর সৌরশক্তিচালিত বিমান ওড়ানোর ঘটনা এটাই প্রথম। আমরা এটা করতে সক্ষম হয়েছি। আমরা সফল হয়েছি। তিনি জানান, বিমানে আরও তিন ঘণ্টার মতো শক্তি সঞ্চিত ছিল, যা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি।’
ফ্লাইটের পরিচালক ক্লদ নিকোলিয়ার বলেন, পাইলট আন্দ্রে বোর্সবার্গ রাতভর সফলভাবে বিমান চালনার পর বৃহস্পতিবার সকালে অবতরণ করেন। এটা অসাধারণ এক ব্যাপার।
উচ্চপ্রযুক্তির এক আসনের এই বিমানের ডানায় স্থাপিত সোলার সেলে সঞ্চিত সৌরশক্তি দিয়ে এটি চালানো হলো। বিমানটির ওজন একটি সাধারণ পারিবারিক গাড়ির সমান হলেও ডানার বিস্তৃতি একটি বড় বিমানের মতোই। যার দৈর্ঘ্য ৬৩ মিটার। এই ডানাতেই রয়েছে ১২ হাজার সোলার সেল।
গত সপ্তাহে এই পরীক্ষামূলক উড্ডয়ন চালানোর কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।
No comments