ব্রিটেনে বাড়ির দাম আরও কমেছে
ব্রিটেনে বাড়ির দাম টানা তৃতীয় মাসের মতো গত জুনেও কমেছে। বাড়ি কেনায়ঋণ দেওয়ার একটি শীর্ষ প্রতিষ্ঠান গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়।
ঋণদাতা প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্সের কর্মকর্তা মার্টিন এলিস বলেন, ‘ গত মে মাসের পর জুনেও বাড়ির দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। এই প্রবণতা থেকে আমাদের মনে হচ্ছে, এ বছরজুড়ে বাড়ির দাম খুব একটা বেশি পরিবর্তন হবে না।’
রাষ্ট্রনিয়ন্ত্রিত লয়েডস ব্যাংকিং গ্রুপের (এলজিবি) মালিকানাধীন হ্যালিফ্যাক্স জানিয়েছে, ব্রিটেনে এখন বাড়ির গড় দাম এক লাখ ৬৬ হাজার ২০৩ পাউন্ড।
ঋণদাতা প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্সের কর্মকর্তা মার্টিন এলিস বলেন, ‘ গত মে মাসের পর জুনেও বাড়ির দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। এই প্রবণতা থেকে আমাদের মনে হচ্ছে, এ বছরজুড়ে বাড়ির দাম খুব একটা বেশি পরিবর্তন হবে না।’
রাষ্ট্রনিয়ন্ত্রিত লয়েডস ব্যাংকিং গ্রুপের (এলজিবি) মালিকানাধীন হ্যালিফ্যাক্স জানিয়েছে, ব্রিটেনে এখন বাড়ির গড় দাম এক লাখ ৬৬ হাজার ২০৩ পাউন্ড।
No comments