ধর্মঘটে অচল গ্রিস
অবসরের বয়সসীমা বাড়ানোর প্রতিবাদে ডাকা সাধারণ ধর্মঘটে গতকাল বৃহস্পতিবার অচল হয়ে পড়েছিল গ্রিস। দেশটির বিমান ও রেল যোগাযোগ ভীষণভাবে ব্যাহত হয়েছে। এ ছাড়া হাসপাতাল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বিঘ্নিত হয়েছে।
গ্রিক সরকার গত বুধবার পার্লামেন্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬০ থেকে ৬৫ বছরে উন্নীত করার ঘোষণা দেয়। এ ছাড়া অবসর ভাতা গড়ে সাত শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়। অর্থনৈতিক মন্দা মোকাবিলায় অবসর ভাতা থেকে অর্থ বাঁচানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের এক দিন পরই গতকাল দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়।
২৪ ঘণ্টার ধর্মঘটে রাজধানী এথেন্সসহ অন্যান্য শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিমান কর্মকর্তারা জানান, ধর্মঘটের কারণে ৮০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। বিমান কর্তৃপক্ষ এ ধর্মঘটে অংশ নেওয়ায় আরও ১১০টি ফ্লাইট বিলম্বিত হয়।
দেশটির চরম ঋণসংকট কাটিয়ে উঠতে বিভিন্ন ব্যয় সংকোচনের অংশ হিসেবে অবসরের বয়সসীমা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রিক সরকারের বর্তমানে ৩০ হাজার কোটি ইউরো ঋণ রয়েছে
গ্রিক সরকার গত বুধবার পার্লামেন্টে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়সসীমা ৬০ থেকে ৬৫ বছরে উন্নীত করার ঘোষণা দেয়। এ ছাড়া অবসর ভাতা গড়ে সাত শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়। অর্থনৈতিক মন্দা মোকাবিলায় অবসর ভাতা থেকে অর্থ বাঁচানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের এক দিন পরই গতকাল দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়।
২৪ ঘণ্টার ধর্মঘটে রাজধানী এথেন্সসহ অন্যান্য শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়। বিমান কর্মকর্তারা জানান, ধর্মঘটের কারণে ৮০টিরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। বিমান কর্তৃপক্ষ এ ধর্মঘটে অংশ নেওয়ায় আরও ১১০টি ফ্লাইট বিলম্বিত হয়।
দেশটির চরম ঋণসংকট কাটিয়ে উঠতে বিভিন্ন ব্যয় সংকোচনের অংশ হিসেবে অবসরের বয়সসীমা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রিক সরকারের বর্তমানে ৩০ হাজার কোটি ইউরো ঋণ রয়েছে
No comments