ক্যালিফোর্নিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত বুধবার মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
জানা গেছে, ভূমিকম্পের ফলে কিছু এলাকার দোকানের তাক থেকে বিভিন্ন পণ্য পড়ে যায়। পাম স্প্রিং অ্যারিয়েল ট্রামওয়ের কাছে পাহাড় থেকে ছোট পাথরের খণ্ড ধসে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পবিদ কেট হুটন বলেন, ‘আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিলাম। ভূকম্পন বিন্দু (যে বিন্দুতে ভূমিকম্প পৃথিবীর উপরিভাগ স্পর্শ করে) ছিল প্রত্যন্ত অঞ্চলে। সেখানে বহুতল কোনো ভবন বা ইটের তৈরি পুরোনো কোনো বাড়ি না থাকায় ক্ষতি অনেক কম হয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের ফলে কিছু এলাকার দোকানের তাক থেকে বিভিন্ন পণ্য পড়ে যায়। পাম স্প্রিং অ্যারিয়েল ট্রামওয়ের কাছে পাহাড় থেকে ছোট পাথরের খণ্ড ধসে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্পবিদ কেট হুটন বলেন, ‘আমরা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিলাম। ভূকম্পন বিন্দু (যে বিন্দুতে ভূমিকম্প পৃথিবীর উপরিভাগ স্পর্শ করে) ছিল প্রত্যন্ত অঞ্চলে। সেখানে বহুতল কোনো ভবন বা ইটের তৈরি পুরোনো কোনো বাড়ি না থাকায় ক্ষতি অনেক কম হয়েছে।
No comments