মার্কিন সামরিক বাহিনীর বিচারে লাদেনের বাবুর্চি দোষী সাব্যস্ত
কিউবার গুয়ানতানামো বে কারাগারে মার্কিন সামরিক বাহিনীর বিচারে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের বাবুর্চিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার পর ওই বিতর্কিত আদালতে এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করা হলো।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ওসামার ওই বাবুর্চির নাম ইব্রাহিম আহমেদ মাহমুদ আল কুজি। তিনি ২০০২ সাল থেকে গুয়ানতানামো কারাগারে বন্দী আছেন। ইব্রাহিম স্বীকার করেন, তিনি আল-কায়েদাকে সহায়তা করেছেন এবং এটাও জানতেন, সংগঠনটি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। গুয়ানতানামো মার্কিন নৌঘাঁটির মেজর তানিয়া ব্রাডসের বলেন, আগামী মাসে শুনানির পর তাঁর সাজা ঘোষণা করা হবে।
৫০ বছর বয়সী ইব্রাহিম সুদানের নাগরিক। তিনি স্বীকার করেন, ১৯৯৬ সাল থেকে তিনি আল-কায়েদাকে সহায়তা করে আসছিলেন।
পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ওসামার ওই বাবুর্চির নাম ইব্রাহিম আহমেদ মাহমুদ আল কুজি। তিনি ২০০২ সাল থেকে গুয়ানতানামো কারাগারে বন্দী আছেন। ইব্রাহিম স্বীকার করেন, তিনি আল-কায়েদাকে সহায়তা করেছেন এবং এটাও জানতেন, সংগঠনটি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত। গুয়ানতানামো মার্কিন নৌঘাঁটির মেজর তানিয়া ব্রাডসের বলেন, আগামী মাসে শুনানির পর তাঁর সাজা ঘোষণা করা হবে।
৫০ বছর বয়সী ইব্রাহিম সুদানের নাগরিক। তিনি স্বীকার করেন, ১৯৯৬ সাল থেকে তিনি আল-কায়েদাকে সহায়তা করে আসছিলেন।
No comments