ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গিরণ
ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে ছাই ও লাভা উদিগরণ শুরু হয়েছে। আকাশের ২০০০ মিটার উচ্চতা পর্যন্ত এসব ছাই ও লাভা উঠছে। ছাইয়ে আকাশের বিশাল অংশ ঢেকে গেছে। লাভায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তৃত জমির ফসল। তবে আশপাশের গ্রামের বাসিন্দাদের জন্য এখনো এটি হুমকির কারণ হয়ে দাঁড়ায়নি। দেশটির একজন কর্মকর্তা গতকাল রোবার এ কথা জানিয়েছেন।
বালির নিকটবর্তী লুমবুক দ্বীপে অবস্থিত মাউন্ট বারু জারি নামের এই আগ্নেয়গিরি থেকে উদিগরণ শুরু হয় শনিবার বিকেলে। রোববার বিকেল পর্যন্ত এতে তিন দফা উদিগরণ হয়। এর সঙ্গে থেমে থেমে চলে মৃদু কম্পন। আগ্নেয়গিরিটির অবস্থা পর্যবেক্ষণকারী কর্মকর্তা মুতাহারলিন জানান, ছাই ও লাভা আকাশের দেড় থেকে দুই হাজার মিটার উচ্চতা পর্যন্ত উঠছে
বালির নিকটবর্তী লুমবুক দ্বীপে অবস্থিত মাউন্ট বারু জারি নামের এই আগ্নেয়গিরি থেকে উদিগরণ শুরু হয় শনিবার বিকেলে। রোববার বিকেল পর্যন্ত এতে তিন দফা উদিগরণ হয়। এর সঙ্গে থেমে থেমে চলে মৃদু কম্পন। আগ্নেয়গিরিটির অবস্থা পর্যবেক্ষণকারী কর্মকর্তা মুতাহারলিন জানান, ছাই ও লাভা আকাশের দেড় থেকে দুই হাজার মিটার উচ্চতা পর্যন্ত উঠছে
No comments