।টেস্ট দলেও মরগান
প্রথম শ্রেণীর ক্রিকেটে রেকর্ডটা বলার মতো নয়, গড় মাত্র ৩৬.৫৪। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এউইন মরগান যা দেখিয়েছেন, ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পাওয়াটা ছিল স্রেফ সময়ের ব্যাপার। ওয়ানডে অভিষেক হওয়ার ঠিক এক বছর পর টেস্ট দলেও ডাক পেয়ে গেলেন এই ‘আইরিশ’। আয়ারল্যান্ডের পক্ষে ২৩টি ওয়ানডে খেলার পর গত বছরই জন্মভূমি ছেড়ে ইংল্যান্ডের হয়ে খেলছেন এই বাঁহাতি। লর্ডসে তাঁর টেস্ট অভিষেকটাও মোটামুটি নিশ্চিত, ১২ জনের দল থেকে বাইরে থাকার কথা একজন পেসারের। সেটা হতে পারেন আজমল শাহজাদই। নিয়মিত ক্রিকেটারদের মধ্যে দলে নেই পল কলিংউড ও স্টুয়ার্ট ব্রড। সামনের ব্যস্ত মৌসুমের কথা ভেবে বিশ্রাম দেওয়া হয়েছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক ও মূল পেসারকে।
No comments