যুক্তরাষ্ট্রে জিতল দু দলই
যুক্তরাষ্ট্রে ক্রিকেট ছড়াতে বেছে নেওয়া হয়েছিল ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় সংস্করণকে। কিন্তু বেসবল-বাস্কেটবলের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা আকর্ষণীয় হতে দিল না লাউডারহিলের মন্থর উইকেট।
পরশু প্রথম ম্যাচে ২০ ওভার খেলে মাত্র ১২০ রান করতে পেরেছিল টসজয়ী নিউজিল্যান্ড। এতেই জয় পায় ২৮ রানের। আর কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮১ রানেই অলআউট তারা। শ্রীলঙ্কা জিতল ৭ উইকেটে।
কাল নিউজিল্যান্ডের সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেন নাথান ম্যাককালাম। তাদের এত অল্প রানে বেঁধে দেওয়ার মূল কৃতিত্ব কুলাসেকারা ও মালিঙ্গার। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। মেন্ডিস ২টি ও ম্যাথুস ১টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ২৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত ছিলেন দিলশান।
পরশু প্রথম ম্যাচে ২০ ওভার খেলে মাত্র ১২০ রান করতে পেরেছিল টসজয়ী নিউজিল্যান্ড। এতেই জয় পায় ২৮ রানের। আর কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮১ রানেই অলআউট তারা। শ্রীলঙ্কা জিতল ৭ উইকেটে।
কাল নিউজিল্যান্ডের সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেন নাথান ম্যাককালাম। তাদের এত অল্প রানে বেঁধে দেওয়ার মূল কৃতিত্ব কুলাসেকারা ও মালিঙ্গার। দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। মেন্ডিস ২টি ও ম্যাথুস ১টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে ২৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত ছিলেন দিলশান।
No comments