ইসরায়েলের প্রতিরক্ষা মহড়া, সমালোচনা করল লেবানন
ইসরায়েল গতকাল রোববার থেকে দেশজুড়ে পাঁচ দিনব্যাপী প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। জরুরি পরিস্থিতি নাগরিকেরা কীভাবে মোকাবিলা করবে, সে ব্যাপারে তাদের নানাভাবে সচেতন করার জন্যই এ মহড়ার আয়োজন করা হয়েছে। ইসরায়েলের প্রতিবেশী লেবানন এ মহড়ার সমালোচনা করেছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ গেরিলারা এ মহড়ার জবাবে ইসরায়েল সীমান্তসংলগ্ন দক্ষিণ লেবাননে তাদের হাজার হাজার যোদ্ধা জড়ো করেছে।
এ বছর ইসরায়েলে এটি হচ্ছে এ ধরনের চতুর্থ মহড়া। এর নাম দেওয়া হয়েছে টার্নিং পয়েন্ট ফোর। এ মহড়া চলাকালে বিভিন্ন জায়গায় নাগরিকদের নিরাপত্তাসংশ্লিষ্ট নানা বিয়য়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আপৎকালীন সময়ে কী করতে হবে, সে ব্যাপারে তাদের ধারণা দেওয়া হবে। আগামী বুধবার দেশজুড়ে একসঙ্গে ৯০ সেকেন্ডের জন্য সাইরেন বাজানো হবে। স্কুলের ছাত্ররাও এ মহড়ায় অংশ নেবে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে ছাত্রদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে সাহায্য করবেন শিক্ষকেরা।
ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, এ মহড়া পূর্বপরিকল্পিত। কোনো রকম নিরাপত্তা হুমকি থেকে তাঁরা এর আয়োজন করেননি।
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি এ মহড়ার সমালোচনা করে বলেছেন, শান্তি-প্রক্রিয়াকে ব্যাহত করার জন্যই এর আয়োজন করা হয়েছে।
এ বছর ইসরায়েলে এটি হচ্ছে এ ধরনের চতুর্থ মহড়া। এর নাম দেওয়া হয়েছে টার্নিং পয়েন্ট ফোর। এ মহড়া চলাকালে বিভিন্ন জায়গায় নাগরিকদের নিরাপত্তাসংশ্লিষ্ট নানা বিয়য়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। আপৎকালীন সময়ে কী করতে হবে, সে ব্যাপারে তাদের ধারণা দেওয়া হবে। আগামী বুধবার দেশজুড়ে একসঙ্গে ৯০ সেকেন্ডের জন্য সাইরেন বাজানো হবে। স্কুলের ছাত্ররাও এ মহড়ায় অংশ নেবে। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে ছাত্রদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে সাহায্য করবেন শিক্ষকেরা।
ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, এ মহড়া পূর্বপরিকল্পিত। কোনো রকম নিরাপত্তা হুমকি থেকে তাঁরা এর আয়োজন করেননি।
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি এ মহড়ার সমালোচনা করে বলেছেন, শান্তি-প্রক্রিয়াকে ব্যাহত করার জন্যই এর আয়োজন করা হয়েছে।
No comments