পেনাল্টি-হতাশা ঘোচাতে
ইংল্যান্ডের দুঃস্বপ্নের নাম পেনাল্টি শ্যুট-আউট! ১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ বিশ্বকাপ, ১৯৯৬ ও ২০০৪ ইউরো—প্রতিবারই ইংল্যান্ড বিদায় নিয়েছে টাইব্রেকে হেরে। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইংলিশরা তাই ভীষণ সতর্ক। তারা খোঁজ করছে টাইব্রেক উত্তরণের দাওয়াই। ড. গেইর জোরডেট নামের এক নরওয়েজিয়ান বিশেষজ্ঞের পরামর্শ চেয়েছে ইংল্যান্ড দল। এই প্রস্তাবে রাজিও হয়েছেন সারা জীবন বড় বড় বৈশ্বিক টুর্নামেন্টের ‘পেনাল্টি শ্যুট-আউট’ নিয়ে কাজ করা ক্রীড়াবিজ্ঞানের অধ্যাপক। রুনি-টেরিদের সাহায্যার্থে এফএর সাবেক নির্বাহী কর্মকর্তা ডেভিড ডেভিস উপস্থাপিত ‘স্পট অন’ নামে প্রামাণ্য অনুষ্ঠানে কয়েকটি নির্দেশক নিয়ে আলোচনাও করেছেন এরই মধ্যে।
No comments