ইতালিতে প্রথম নারী ধর্মযাজক নিযুক্ত
ইতালিতে প্রথমবারের মতো ধর্মযাজক হিসেবে একজন নারী নিযুক্ত হয়েছেন। তাঁর নাম মারিয়া ভিট্টোরিয়া লংহিতানো (৩৫)। বিবাহিত এই নারী এর আগে শিক্ষকতা করতেন। শনিবার রোমে অ্যাঙ্গলিকান চার্চে তিনি ধর্মযাজক হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর লংহিতানো বলেছেন, নারী ছাড়া ক্যাথলিক চার্চের শিক্ষা অসম্পূর্ণ।
ভ্যাটিকানে ধর্মযাজক হিসেবে নারীরা নিষিদ্ধ হলেও অন্যান্য খ্রিষ্টান সম্প্রদায়ে আগে থেকে নারী ধর্মযাজক নিয়োগের বিধান রয়েছে। লংহিতানো ইতালির ওল্ড ক্যাথলিক চার্চের অনুসারী। তিনি এখন থেকে ‘মাদার লংহিতানো’ হিসেবে পরিচিত হবেন। তিনি বলেন, ‘আমরা এমন এক কট্টর পুরোহিততান্ত্রিকতার কথা বলছি, যেখানে ধর্মযাজকের পদে শুধু পুরুষদেরই বিবেচনা করা হয়। এ কারণে চার্চে নারী ধর্মযাজক বিরোধী সাধারণ একটা নীতি প্রতিষ্ঠিত হয়েছে।’
বিবিসির ইতালির সাংবাদিক জানিয়েছেন, লংহিতানোকে ধর্মযাজক হিসেবে নিয়োগের পর অনেকে মন্তব্য করেছেন, বেশি করে নারী ধর্মযাজক নিয়োগ দেওয়া হলে চার্চে শিশু নির্যাতন কমে যাবে।
ভ্যাটিকানে ধর্মযাজক হিসেবে নারীরা নিষিদ্ধ হলেও অন্যান্য খ্রিষ্টান সম্প্রদায়ে আগে থেকে নারী ধর্মযাজক নিয়োগের বিধান রয়েছে। লংহিতানো ইতালির ওল্ড ক্যাথলিক চার্চের অনুসারী। তিনি এখন থেকে ‘মাদার লংহিতানো’ হিসেবে পরিচিত হবেন। তিনি বলেন, ‘আমরা এমন এক কট্টর পুরোহিততান্ত্রিকতার কথা বলছি, যেখানে ধর্মযাজকের পদে শুধু পুরুষদেরই বিবেচনা করা হয়। এ কারণে চার্চে নারী ধর্মযাজক বিরোধী সাধারণ একটা নীতি প্রতিষ্ঠিত হয়েছে।’
বিবিসির ইতালির সাংবাদিক জানিয়েছেন, লংহিতানোকে ধর্মযাজক হিসেবে নিয়োগের পর অনেকে মন্তব্য করেছেন, বেশি করে নারী ধর্মযাজক নিয়োগ দেওয়া হলে চার্চে শিশু নির্যাতন কমে যাবে।
No comments