সিন্ডিকেশন ঋণ প্রদানে প্রাইম ব্যাংকের এক দশক
প্রাইম ব্যাংক লিমিটেড লিড অ্যারেঞ্জার বা নেতৃত্বে থেকে এ পর্যন্ত ২১টি প্রকল্পে মোট এক হাজার ১৫০ কোটি টাকার সিন্ডিকেশন ঋণ প্রদান করেছে।
প্রাইম ব্যাংকের সিন্ডিকেশন ঋণ প্রদানে নেতৃত্বে দেওয়ার এক দশক পূর্তি উপলক্ষে গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল আলম খান এবং সিন্ডিকেশন ও স্ট্রাকচারড ফাইন্যান্স ইউনিটের প্রধান সৈয়দ এ কে রাহাত জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাইম ব্যাংক সিন্ডিকেশন ঋণ প্রদানে নেতৃত্বে দেওয়ার ফলে দেশের গ্লাস ও সিরামিক, খনিজ ও লবণ, বস্ত্র, রসায়ন, ওষুধ, টেলিযোগাযোগ, খাদ্য, অবকাঠামো, পর্যটনসহ বিভিন্ন খাতে বেশ কিছু শিল্প স্থাপন সম্ভব হয়েছে।
প্রাইম ব্যাংকের সিন্ডিকেশন ঋণ প্রদানে নেতৃত্বে দেওয়ার এক দশক পূর্তি উপলক্ষে গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল আলম খান এবং সিন্ডিকেশন ও স্ট্রাকচারড ফাইন্যান্স ইউনিটের প্রধান সৈয়দ এ কে রাহাত জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাইম ব্যাংক সিন্ডিকেশন ঋণ প্রদানে নেতৃত্বে দেওয়ার ফলে দেশের গ্লাস ও সিরামিক, খনিজ ও লবণ, বস্ত্র, রসায়ন, ওষুধ, টেলিযোগাযোগ, খাদ্য, অবকাঠামো, পর্যটনসহ বিভিন্ন খাতে বেশ কিছু শিল্প স্থাপন সম্ভব হয়েছে।
No comments