অনুপ্রবেশকারী মার্কিন নাগরিকের বিচার করা হবে: উ. কোরিয়া
গত জানুয়ারি মাসে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশকারী মার্কিন নাগরিকের বিচার করা হবে। গতকাল সোমবার রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।
দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, অনুপ্রবেশকারী মার্কিন নাগরিকের নাম আইজালন মাহলি গোমেজ। বোস্টনের বাসিন্দা গোমেজের বয়স ৩০ বছর। তাঁর ‘অপরাধের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে’। এক প্যারার ওই প্রতিবেদনে এর বেশি কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগও সুনির্দিষ্ট করে বলা হয়নি।
এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, অবৈধভাবে প্রবেশের দায়ে গত ২৫ জানুয়ারি একজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তখন তাঁর নাম-পরিচয় জানানো হয়নি।
এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, আটক ওই মার্কিন নাগরিকের সঙ্গে দেখা করতে সুইডেনের কূটনীতিককে গত সপ্তাহে অনুমতি দিয়েছিল উত্তর কোরিয়া। উল্লেখ্য, পিয়ং ইয়ংয়ে সুইডিশ দূতাবাস দেশটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতিনিধিত্ব করে।
দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, অনুপ্রবেশকারী মার্কিন নাগরিকের নাম আইজালন মাহলি গোমেজ। বোস্টনের বাসিন্দা গোমেজের বয়স ৩০ বছর। তাঁর ‘অপরাধের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে’। এক প্যারার ওই প্রতিবেদনে এর বেশি কোনো তথ্য উল্লেখ করা হয়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগও সুনির্দিষ্ট করে বলা হয়নি।
এর আগে উত্তর কোরিয়া জানিয়েছিল, অবৈধভাবে প্রবেশের দায়ে গত ২৫ জানুয়ারি একজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। তখন তাঁর নাম-পরিচয় জানানো হয়নি।
এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, আটক ওই মার্কিন নাগরিকের সঙ্গে দেখা করতে সুইডেনের কূটনীতিককে গত সপ্তাহে অনুমতি দিয়েছিল উত্তর কোরিয়া। উল্লেখ্য, পিয়ং ইয়ংয়ে সুইডিশ দূতাবাস দেশটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতিনিধিত্ব করে।
No comments