অল্পেই পরিণত
২১ বছর বয়সে একজন মানুষ কতটাই বা পরিণত হয়? আর এই বয়সেই যদি ক্রিকেটের মতো খেলায় (যেখানে অধিনায়ক অন্য সব খেলার চেয়ে গুরুত্বপূর্ণ) নেতৃত্ব দিতে হয় দেশকে এবং সেটিও যদি হয় ভারতের মতো দেশের, চাপটা পাহাড়সমানই হওয়ার কথা। ৪৮ বছর আগে আজকের দিনে এমন অভিজ্ঞতার সঙ্গে পরিচয় হয়েছিল মনসুর আলী খান পতৌদির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বার্বাডোজ টেস্টে যখন টস করতে নামলেন, ছোট নবাবের বয়স তখন ২১ বছর ৭৭ দিন! সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়কের এই রেকর্ড টিকে ছিল ৪৮ বছর। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বছর ২৫৮ দিন বয়সে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন টাটেন্ডা টাইবু। গ্রায়েম স্মিথের নেতৃত্বে অভিষেক ২২ বছর ৮২ দিন বয়সে। গত বছর গ্রেনাডায় সাকিব আল হাসান যখন টস করতে নামেন, তাঁর বয়স ছিল ২২ বছর ১১৫ দিন।
No comments