টেন্ডুলকারের কাছে কলকাতার হার
আইপিএলের তৃতীয় আসরে কাল প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের উপস্থিতিটা জানিয়ে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিস গেইল। ৭টি চার ও ২টি ছয়ে ৬০ বলে করেছেন ৭৫ রান। কিন্তু তাঁর এই ইনিংসও কাল মুম্বাইয়ে জেতাতে পারেনি কলকাতাকে। ৭ উইকেটে গেইলরা হেরে গেছেন মুম্বাই ইন্ডিয়ানসের কাছে।
আসলে কলকাতা হেরেছে শচীন টেন্ডুলকারের কাছে। ইনিংসে উদ্বোধন করতে এসে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন টেন্ডুলকার। ফিফটি পূর্ণ করেছেন ৩৫ বলে। আর ৯ বল বাকি থাকতে যখন জয়ের বন্দরে মুম্বাই ইন্ডিয়ানস, টেন্ডুলকার তখন অপরাজিত ৭১ রানে। ৪৮ বলের এই ইনিংসে আছে ১০টি চার। ম্যাচসেরাও টেন্ডুলকার।
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা: ২০ ওভারে ১৫৫/৩ (গেইল ৭৫, সৌরভ ৩১, ওয়াইজ ৩১; জহির ২/২৭)। মুম্বাই: ১৮.৩ ওভারে ১৫৬/৩ (টেন্ডুলকার ৭১*, তিওয়ারি ৩০; ইশান্ত ২/৪৪)।
আসলে কলকাতা হেরেছে শচীন টেন্ডুলকারের কাছে। ইনিংসে উদ্বোধন করতে এসে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন টেন্ডুলকার। ফিফটি পূর্ণ করেছেন ৩৫ বলে। আর ৯ বল বাকি থাকতে যখন জয়ের বন্দরে মুম্বাই ইন্ডিয়ানস, টেন্ডুলকার তখন অপরাজিত ৭১ রানে। ৪৮ বলের এই ইনিংসে আছে ১০টি চার। ম্যাচসেরাও টেন্ডুলকার।
সংক্ষিপ্ত স্কোর: কলকাতা: ২০ ওভারে ১৫৫/৩ (গেইল ৭৫, সৌরভ ৩১, ওয়াইজ ৩১; জহির ২/২৭)। মুম্বাই: ১৮.৩ ওভারে ১৫৬/৩ (টেন্ডুলকার ৭১*, তিওয়ারি ৩০; ইশান্ত ২/৪৪)।
No comments